Rajnath Singh: উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভারতের বিরাট পদক্ষেপ... তৈরি হল 'সাংঘাতিক' জিনিস! পাকিস্তানের চাপ বাড়ল আরও? রাজনাথ বললেন...

Last Updated:

প্রতিরক্ষামন্ত্রী জানান, 'ব্রক্ষ্মোস ভারত আর রাশিয়ার এক High defence technology৷ টেকনোলজি ডে 'তে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তির ব্যবহার একটা ল্যান্ডমার্ক সূচনা করল।'

উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভারতের বিরাট পদক্ষেপ...
উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভারতের বিরাট পদক্ষেপ...
নয়াদিল্লি: শনিবার সংঘর্ষবিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ পাকিস্তানের প্রস্তাবে সাড়া দিয়ে বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল ভারতও৷ কিন্তু তার পর তিন ঘণ্টা কাটতে না কাটতেই সংঘর্ষবিরতি ভেঙে ফের জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে পাক বাহিনীর বিরুদ্ধে ফের গোলাগুলি ছড়ার অভিযোগ উঠল৷ পরিস্থিতি এখনও উত্তপ্ত। এর মাঝেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উত্তরপ্রদেশ প্রতিরক্ষা শিল্প করিডরে ‘ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন ইউনিট’ ভার্চুয়ালি উদ্বোধন করলেন।
প্রতিরক্ষামন্ত্রী জানান, ‘ব্রক্ষ্মোস ভারত আর রাশিয়ার এক High defence technology৷ টেকনোলজি ডে ‘তে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তির ব্যবহার একটা ল্যান্ডমার্ক সূচনা করল। পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে এটা ভারতের অন্যতম ব্যবস্থা৷ আগামী দিনে দেশে এই কাজে গতি আসবে। আজ ভারত গোটা বিশ্বে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসাবে পরিগণিত৷ আমরা প্রতিনিয়ত আমাদের শক্তি বাড়াচ্ছি। আজ যার সূচনা হল, সেটা আরও ভারতের শক্তি বৃদ্ধি করল।’
advertisement
advertisement
‘ভারতীয় সেনা শৌর্য আর পরাক্রমের সাথে সংযমের পরিচয় দিয়েছে৷ পাকিস্তানের সন্ত্রাসের মাটিকে কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনা। ভারত শুধু সীমান্ত পারে ওদের নিশানা করেনি৷ ভারতের সেনাদের ধমক ওরা রাওয়ালপিন্ডিতে বসে শুনতে পেয়েছে। ভারত পাকিস্তানের সাধারণ নাগরিকদের আক্রমণ করেনি৷ ভারত সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুড়িয়ে দিয়েছে৷ আর পাকিস্তান শুধু ভারতের সাধারণ নাগরিকদের আক্রমণ করে থেমে থাকেনি৷ ভারতের মন্দির, গুরুদুয়ারে আক্রমণ করেছে।’
advertisement
রাজনাথ স্পষ্ট জানান, ‘এটা ভারতের রাজনৈতিক সামজিক ও সামরিক শক্তির পরিচয়৷ এটা ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই৷ এটা শান্তি প্রতিষ্ঠার লড়াই৷ ভারত দেখিয়ে দিয়েছে সন্ত্রাসবাদীরা যেখানেই থাকুক, সেখানে গিয়ে তাদের আক্রমণ করতে পারে৷ সেই জমিও তাদের জন্য সুরক্ষিত নয়। যে সব ভারত বিরোধী ও সন্ত্রাসবাদীরা ভারতমাতার সিঁদুর মুছে দিয়েছিল, তাদের উদ্দেশ্যে ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ এর মাধ্যমে শাস্তি দিয়েছে৷ প্রিয়জন হারানো পরিবারগুলোকে ন্যায়বিচার দিয়েছে৷ এই জন্য আজ গোটা দেশ ভারতের সেনার পাশে থেকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে।’
advertisement
মোদির কথা উদ্ধৃত করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত জিরো টলারেন্স নীতি নিয়ে এগোবে৷ এটাই নতুন ভারত। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে সীমান্তের ওপারে গিয়েও এটাকে নির্মূল করবে। ভারতে এসে সন্ত্রাসবাদীরা হামলা করলে কী হয়, তা উরির ঘটনার পরে গোটা বিশ্ব দেখে নিয়েছে। পুলওয়ামারা পরে বালাকোট এয়ার স্ট্রাইক নিশ্চয়ই মনে আছে? আর এবার গোটা বিশ্ব দেখছে পহেলগাওয়ের ঘটনার পরে ভারত পাকিস্তানে ঢুকে কিভাবে মাল্টিপল স্ট্রাইক করল।’
advertisement
অন্যদিকে ভারতীয় বায়ু সেনার রবিবার X হ‍্যান্ডেলে পোস্ট করে জানান, ‘‘অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে ভারতীয় বায়ু সেনা। নির্ভুলতা এবং পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করেছে। অপারেশনগুলি একটি পরিকল্পিত এবং গোপনীয় পদ্ধতিতে পরিচালিত হয়েছিল, জাতীয় উদ্দেশ্যগুলির সঙ্গে সামঞ্জস‍্য রেখে। যেহেতু অপারেশনগুলি এখনও চলছে, সময়মতো একটি বিস্তারিত ব্রিফিং করা হবে।’’ অনুমান এবং অপ্রমাণিত তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে IAF।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Rajnath Singh: উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভারতের বিরাট পদক্ষেপ... তৈরি হল 'সাংঘাতিক' জিনিস! পাকিস্তানের চাপ বাড়ল আরও? রাজনাথ বললেন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement