সু্প্রিম কোর্টের রায় ঐতিহাসিক, আদালতের রায় মেনে চলা উচিত: রাজনাথ সিং
Last Updated:
অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায়। অযোধ্যায় বিতর্কিত জমি হিন্দুদের। জানাল সুপ্রিম কোর্ট।
#নয়াদিল্লি: দীর্ঘ আইনি যুদ্ধের অবসান ৷ অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায়। অযোধ্যায় বিতর্কিত জমি হিন্দুদের। জানাল সুপ্রিম কোর্ট। মসজিদ তৈরির জন্য বিকল্প জায়গায় ৫ একর জমি দেওয়া হবে। গোটা প্রক্রিয়ায় তদারকিতে কেন্দ্রকে ট্রাষ্ট তৈরির নির্দেশ শীর্ষ আদালতের।
ঐক্যমতের ভিত্তিতেই রায় দিয়েছে প্রধান বিচারপতির ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। বিতর্কিত জমির ওপর শিয়া বোর্ডের দাবি খারিজ করে শীর্ষ আদালত। রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, ফাঁকা জমিতে বাবরি মসজিদ তৈরি হয়নি। কিন্তু বিতর্কিত জমির নীচে হিন্দু বা মুসলিম স্থাপত্যের নিদর্শন ছিল, তাও নিশ্চিতভাবে বলা যায় না। এক্ষেত্রে আর্কিওলজিক্যাল ইন্ডিয়ার রিপোর্টকেই মান্যতা দিয়েছে শীর্ষ আদালত।
advertisement
সু্প্রিম কোর্টের রায় ঘোষণার প্রতিক্রিয়া আসতে চলেছে রাজনৈতিক মহল থেকে ৷ রায় ঘোশষণার পর এদিন রাজনাথ সিং জানান, ‘আদালতের রায় মেনে চলা উচিত ৷ এটি একটি ঐতিহাসিক রায় ৷’ সাধারণ মানুষের কাছে শান্তি বজায় রাখারও আর্জি জানান তিনি ৷
advertisement
The Judgment of Hon'ble Supreme Court on Ayodhya is historic. The Judgement will further strengthen India’s social fabric. I urge everyone to take the verdict with equanimity and magnanimity. I also appeal to the people to maintain peace & harmony after this landmark verdict. pic.twitter.com/DWnVRPuXMG
— Rajnath Singh (@rajnathsingh) November 9, 2019
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2019 12:10 PM IST