মায়ের অসুস্থতায় বিরক্ত হয়ে মাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিল প্রফেসর ছেলে !
Last Updated:
বহুদিন ধরে মা অসুস্থ ৷ কিছুতেই সেরে উঠছিলেন না তিনি ৷ এই বিষয়টি নিয়ে বেশ বিরক্ত ছিল রাজকোটে ৩৬ বছর বয়সি প্রফেসর সন্দীপ নাথওয়ানি ৷
#রাজকোট: বহুদিন ধরে মা অসুস্থ ৷ কিছুতেই সেরে উঠছিলেন না তিনি ৷ এই বিষয়টি নিয়ে বেশ বিরক্ত ছিল রাজকোটে ৩৬ বছর বয়সি প্রফেসর সন্দীপ নাথওয়ানি ৷ এমনকী, মায়ের অসুস্থতাকে কেন্দ্র করে নিত্য ঝামেলা, অশান্তি লেগেই থাকত স্ত্রীয়ের সঙ্গে ৷ শেষমেশ সব অশান্তি, ঝামেলায় ইতি টানতে, মাকেই পৃথিবীতে সরিয়ে দেওয়ার প্ল্যান কষে ছেলে ! আর প্ল্যান অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর সকালবেলা সূর্য প্রণামের নাম করে ছাদ থেকে মাকে ঠেলে ফেলে দিলেন সন্দীপ ! ঘটনাটি ঘটেছে রাজকোটে !
ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবি অনুযায়ী, মাকে ধরে ধরে ছাদের সিঁড়ি দিয়ে ছাদে নিয়ে যাচ্ছেন সন্দীপ৷ তারপর নেমে আসছেন একাই ৷ কিছুক্ষণ পরে প্রতিবেশি এসে জানান দেয়, তার মা নিচে পড়ে আছেন ৷
advertisement
পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ আসার পরই, সন্দীপকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ প্রথমে পুরো ঘটনাটি অস্বীকার করলেও, পরে নিজের দোষ স্বীকার করেন তিনি ৷ পুলিশকে জানান, ‘মায়ের অসুস্থতা নিয়ে বিরক্ত ছিলাম ৷ বাড়িতে অশান্তিও লেগে থাকত ৷ আর উপায় না দেখে মাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিই !’
advertisement
আপাতত পুলিশের হেফাজতে রয়েছেন সন্দীপ ৷ তাঁর বিরুদ্ধে পিনাল কোডের ৩০২ ধারায় (খুনের শাস্তি) ফৌজদারি মামলা করা হয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2018 5:37 PM IST