ভারতের নির্বাচন কমিশনের নতুন প্রধান রাজীব কুমার, '২৪-এর লোকসভা ভোট হয়তো এঁরই দায়িত্বে

Last Updated:

১৯৮৪ সালের ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের IAS অফিসার রাজীব কুমার৷ অশোক লাভাসা গত সপ্তাহে নির্বাচন কমিশনের প্রধানের পদে ইস্তফা ঘোষণা করেন৷

#নয়াদিল্লি: ভারতের নির্বাচনের কমিশনের নতুন প্রধান রাজীব কুমার৷ অবসরপ্রাপ্ত আমলা রাজীব কুমার পয়লা সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশনের প্রধানের দায়িত্ব নিচ্ছেন৷ বর্তমান প্রধান নির্বাচন কমিশনার অশোক লাভাসার মেয়াদ শেষ হচ্ছে ৩১ অগাস্ট৷ ওই দিনই রাজীব কুমারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে৷
১৯৮৪ সালের ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের IAS অফিসার রাজীব কুমার৷ অশোক লাভাসা গত সপ্তাহে নির্বাচন কমিশনের প্রধানের পদে ইস্তফা ঘোষণা করেন৷ তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট পদে যোগ দিচ্ছেন৷
রাজীব কুমার ৫ বছরের মেয়াদে নির্বাচন কমিশনের প্রধানের দায়িত্ব নিচ্ছেন৷ ২০২৫ সালে তাঁর অবসর৷ অর্থাত্‍ ২০২৪ সালের লোকসভা নির্বাচন পরিচালনার দায়িত্বে রাজীব কুমার থাকতে পারেন৷ নিয়ম অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ ৬ বছর, যত দিন না তাঁর ৬৫ বছর বয়স হচ্ছে৷ যেটা আগে৷ রাজীব কুমারের জন্ম ১৯৬০ সালে৷
advertisement
advertisement
রাজীব কুমার বর্তমানে পাবলিক এন্টাপ্রাইসেস সিলেকশন বোর্ডের চেয়ারম্যান৷ ২৯ এপ্রিল তিনি দায়িত্ব নিয়েছিলেন, ২০২৩ সালের ২৮ এপ্রিল পর্যন্ত মেয়াদ ছিল৷ ২০১৭-র পয়লা সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব৷ তার আগেও কেন্দ্রের একাধিক মন্ত্রকের সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন৷
ব্যাঙ্কিং সেক্টরে সংস্কারে বড় ভূমিকা রয়েছে রাজীব কুমারের৷ ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে যুক্ত করে ৪টি করার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল তাঁর৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভারতের নির্বাচন কমিশনের নতুন প্রধান রাজীব কুমার, '২৪-এর লোকসভা ভোট হয়তো এঁরই দায়িত্বে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement