ভারতের নির্বাচন কমিশনের নতুন প্রধান রাজীব কুমার, '২৪-এর লোকসভা ভোট হয়তো এঁরই দায়িত্বে
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
১৯৮৪ সালের ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের IAS অফিসার রাজীব কুমার৷ অশোক লাভাসা গত সপ্তাহে নির্বাচন কমিশনের প্রধানের পদে ইস্তফা ঘোষণা করেন৷
#নয়াদিল্লি: ভারতের নির্বাচনের কমিশনের নতুন প্রধান রাজীব কুমার৷ অবসরপ্রাপ্ত আমলা রাজীব কুমার পয়লা সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশনের প্রধানের দায়িত্ব নিচ্ছেন৷ বর্তমান প্রধান নির্বাচন কমিশনার অশোক লাভাসার মেয়াদ শেষ হচ্ছে ৩১ অগাস্ট৷ ওই দিনই রাজীব কুমারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে৷
১৯৮৪ সালের ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের IAS অফিসার রাজীব কুমার৷ অশোক লাভাসা গত সপ্তাহে নির্বাচন কমিশনের প্রধানের পদে ইস্তফা ঘোষণা করেন৷ তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট পদে যোগ দিচ্ছেন৷
রাজীব কুমার ৫ বছরের মেয়াদে নির্বাচন কমিশনের প্রধানের দায়িত্ব নিচ্ছেন৷ ২০২৫ সালে তাঁর অবসর৷ অর্থাত্ ২০২৪ সালের লোকসভা নির্বাচন পরিচালনার দায়িত্বে রাজীব কুমার থাকতে পারেন৷ নিয়ম অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ ৬ বছর, যত দিন না তাঁর ৬৫ বছর বয়স হচ্ছে৷ যেটা আগে৷ রাজীব কুমারের জন্ম ১৯৬০ সালে৷
advertisement
advertisement
রাজীব কুমার বর্তমানে পাবলিক এন্টাপ্রাইসেস সিলেকশন বোর্ডের চেয়ারম্যান৷ ২৯ এপ্রিল তিনি দায়িত্ব নিয়েছিলেন, ২০২৩ সালের ২৮ এপ্রিল পর্যন্ত মেয়াদ ছিল৷ ২০১৭-র পয়লা সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব৷ তার আগেও কেন্দ্রের একাধিক মন্ত্রকের সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন৷
ব্যাঙ্কিং সেক্টরে সংস্কারে বড় ভূমিকা রয়েছে রাজীব কুমারের৷ ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে যুক্ত করে ৪টি করার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল তাঁর৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 22, 2020 8:20 AM IST