নয়া অবতারে রাজধানী-শতাব্দী, প্লেনকেও হার মানবে এই ট্রেনগুলি

Last Updated:
# নয়াদিল্লি: ট্রেন শব্দটা শুনলেই নাক শিটকোন ৷ সেই তো একইরকমের কম্পার্টমেন্ট ,সেই গন্ধ বেরোনো টয়লেট, তা সে সাধারণ ট্রেন হোক বা রাজধানী-শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেন ৷
বাইরে থেকে হয়ত এই ট্রেনগুলি আর পাঁচটা ট্রেনের থেকে একটু আলাদা ৷ কিন্তু কিছু ক্ষণ যাত্রা শুরুর পর হরেদরে সেই এক ৷ তবে এই ট্রেন ছেড়ে যে যাত্রীরা এখন প্লেনকেই বেছে নিচ্ছেন তাদের ফের ট্রেনে ফিরিয়ে আনতে আগ্রহী ভারতীয় রেলওয়ে ৷
ইতিমধ্যেই এই বিষয় নিয়ে কার্যকরী পদক্ষেপ নিয়ে ফেলেছে তারা ৷ এরই প্রথম পদক্ষেপ এসি ৩ টিয়ার হমসফর এক্সপ্রেস ও চেয়ার কার ট্রেন তেজস এক্সপ্রেস ৷ এই ট্রেনগুলোর মতো করেই সাজিয়ে ফেলা হবে রাজধানী ও শতাব্দীকে ৷ অপারেশন স্বর্ণের সৌজন্যে ১৪ টি রাজধানী ও ১৫ টি শতাব্দী একেবারে নতুন হয়ে উঠবে ৷ প্রতিটি নতুন রেকের জন্য ৫০ লক্ষ টাকা করে খরচ করছে ভারতীয় রেল ৷
advertisement
advertisement
ঝাঁকুনি ফ্রি সফর - এই অক্টোবরের পর থেকে আপনি যখনই রাজধানী বা শতাব্দীতে উঠবেন তখনই এক নতুন অনুভব করবেন ৷ ঝাঁকুনি কী জিনিস তা আর বোঝা যাবে না ৷ প্রতি কোচে লাগানো হচ্ছে কাপলার ডিভাইস ৷ যাতে যাত্রীদের কোনও রকমের অসুবিধা না হয় ৷ যা আসলে খুব উচ্চ মানের শক অ্যাবজরবার ৷
advertisement
HUMSAFFER EXP
দুর্গন্ধমুক্ত টয়লেট - ভারতীয় রেলে সবচেয়ে সমালোচনা যে জিনিসটা নিয়ে করা হয় তা হল টয়লেট বা আরও ভালো করে বলতে গন্ধযুক্ত টয়লেট ৷ এসি ট্রেনের ৫০০ টি-র বেশি কোচকে চিহ্নিত করা হয়েছে ৷রাজধানী ও শতাব্দীতে প্লেনের মতো বায়ো ভ্যাকুয়াম টয়লেট করে দেওয়া হবে ৷ফ্লাশের সঙ্গে বেরোবে সুন্দর গন্ধ ৷ যাতে কোনওভাবেই অন্যরকম কিছু না হয় ৷
advertisement
খাবারের মেন্যুতে বৈচিত্র - ট্রেনের আরও একটা খুব খারাপ দিক যে খাবার দেওয়া হয় সেটি ৷ এবার থেকে যাত্রীরা একটি করে মেন্যু কার্ড পাবেন ৷ যেখানে একাধিক ধরণের খাবারের অপশন থেকে পছন্দের খাবারটি বেছে নেওয়া যাবে ৷ নিরামিষ থেকে আমিষ সব খাবারেই থাকবে এই বৈচিত্র ৷
advertisement
এদিকে এখন রাজধানী-শতাব্দীর মতো ট্রেনে ভাড়াকে বলা হয় ফ্লেক্সি ফেয়ার ৷ চাহিদা যত বাড়ে টিকিটের দাম তত বাড়ে ৷ সেটার ঢঙেই যেসব রুটে ট্রেনের চাহিদা কম সেখানে টিকিটের ভাড়ায় দেওয়া হবে ডিসকাউন্ট ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নয়া অবতারে রাজধানী-শতাব্দী, প্লেনকেও হার মানবে এই ট্রেনগুলি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement