Crime News: ৬০০ কিমি গাড়ি চালিয়ে এসে প্রেমিককে বিয়ের প্রস্তাব দেওয়ার পর তাঁর হাতেই খুন স্টিয়ারিং সিটে বসা যুবতী!

Last Updated:

Crime News: পুলিশের ধারণা, মুকেশ মানারামকে বিয়ের পরিকল্পনা দ্রুত রূপায়িত করার জন্য চাপ দিচ্ছিল এবং এর ফলে প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হত।

প্রেমিক মানারামের সঙ্গে সংসার পাততে চেয়েছিলেন মুকেশ
প্রেমিক মানারামের সঙ্গে সংসার পাততে চেয়েছিলেন মুকেশ
বারমের : বিয়ের প্রস্তাব পেশ করে প্রেমিকের হাতে প্রাণ হারালেন প্রেমিকা৷ এই চাঞ্চল্যকর ঘটনা রাজস্থানের৷ ৩৭ বছর বয়সি ওই মহিলা তাঁর প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য ৬০০ কিলোমিটার গাড়ি চালিয়ে গিয়ে এবং তাঁকে বিয়ে করার জন্য জোরাজুরি করেন। পরের দিন, গাড়ি থেকে তাঁর প্রাণহীন দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, তাঁর প্রেমিক, স্কুলশিক্ষক, তাঁকে লোহার রড দিয়ে হত্যা করেছেন৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷
রাজস্থানের ঝুনঝুনু এলাকার অঙ্গনওয়াড়ি তত্ত্বাবধায়ক মুকেশ কুমারি প্রায় এক দশক আগে তাঁর স্বামীর থেকে আলাদা হয়ে যান। গত বছরের অক্টোবরে সোশ্যাল মিডিয়ায় বারমেরের স্কুলশিক্ষক মানারামের সঙ্গে তাঁর আলাপ হয়। দু’জনের মধ্যে দেখা শুরু হয় এবং এর পর একটি প্রেমের সম্পর্ক শুরু হয়। মুকেশ প্রায়ই ঝুনঝুনু থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে বারমেরে গাড়ি চালিয়ে যেতেন মানারামের সঙ্গে দেখা করার জন্য।
advertisement
প্রেমিক মানারামের সঙ্গে সংসার পাততে চেয়েছিলেন মুকেশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে মুকেশে বিয়ে ভেঙেছিল, তখন মানারামের বিবাহবিচ্ছেদের মামলা আদালতে বিচারাধীন ছিল। পুলিশের ধারণা, মুকেশ মানারামকে বিয়ের পরিকল্পনা দ্রুত রূপায়িত করার জন্য চাপ দিচ্ছিল এবং এর ফলে প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হত।
advertisement
গত ১০ সেপ্টেম্বর, মুকেশ ঝুনঝুনু থেকে তাঁর অল্টো গাড়ি চালিয়ে বারমেরে মানারামের গ্রামে যান। তিনি পথচারীদের জিজ্ঞাসা করে মানারামের বাড়িতে পৌঁছন এবং তাঁর পরিবারের সদস্যদের তাঁদের সম্পর্কের কথা জানান। এতে মানারাম ক্ষুব্ধ হন এবং ঘটনাস্থলে স্থানীয় পুলিশকে ডাকা হয়। পুলিশ তাঁদের পরামর্শ দেয় এবং সমস্যাটি সমাধান করতে বলে।
advertisement
আরও পড়ুন : মহালয়ায় আশ্বিন অমাবস্যায় সূর্যগ্রহণ! পুড়বে এই রাশির কপাল! আসবে ঘোর দুঃসময়! টাকার বড় ক্ষতিতে অভাবের গ্রাসে!
এরপর মানারাম এই বলে মুকেশকে আশ্বস্ত করেন যে তাঁরা এ বিষয়ে কথা বলবেন। অভিযোগ, সন্ধ্যায় দু’জনে একসঙ্গে মুকেশের গাড়িতে বসে কথা বলার সময় তিনি লোহার রড দিয়ে মুকেশের মাথায় আঘাত করেন৷ আঘাতের অভিঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন মুকেশ। পুলিশের ধারণা, মুকেশের মৃতদেহ তাঁর গাড়ির ড্রাইভিং সিটে রেখে মানারাম রাস্তা থেকে গাড়িটিকে ধাক্কা দিয়ে গড়িয়ে ফেলেন৷ যাতে এটি দুর্ঘটনা বলে মনে হয়। এর পর তিনি তাঁর বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে, তিনি তাঁর আইনজীবীকে মুকেশের মৃতদেহ সম্পর্কে পুলিশকে জানাতে বলেন।
advertisement
পুলিশ যখন ঘটনার তদন্ত শুরু করে, তখন তারা হত্যাকাণ্ডের গন্ধ পায়। মৃত্যুর সময় মানারাম এবং মুকেশের ফোন লোকেশন একই জায়গায় ছিল বলে জানা যায়। জিজ্ঞাসাবাদের সময় মানারাম কান্নায় ভেঙে পড়ে এবং অপরাধ স্বীকার করেন বলে জানা গিয়েছে৷ এর পর তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: ৬০০ কিমি গাড়ি চালিয়ে এসে প্রেমিককে বিয়ের প্রস্তাব দেওয়ার পর তাঁর হাতেই খুন স্টিয়ারিং সিটে বসা যুবতী!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement