প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় মনোকষ্টে প্রকাশ্যে নিজেকে গুলি করে 'আত্মঘাতী' কিশোর
- Written by:Bangla Digital Desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Rajasthan Teen: সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়েছে এই ঘটনা
উদয়পুর : প্রেমিকার বিয়ে হয়ে গিয়েছে অন্যত্র। মনোকষ্টে নিজেকে গুলি করে আত্মঘাতী এক কিশোর। এই অভিযোগ উঠল রাজস্থানের ভিলওয়াড়া জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে স্থানীয় মহাত্মা গান্ধি হাসপাতালে। সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়েছে এই ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত কিশোরের নাম যশ ব্যাস। পথচলতি মানুষ তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসাপাতালে নিয়ে যান। সেখান থেকে শুক্রবার সকালে তাঁকে পাঠানো হয় উদয়পুর হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন : কাঁদলেন নেইমার, আনন্দে নাচলেন মেসি, কাতারের এক মায়াবী রাতে ব্রাজিল বিদায়, জয়ী আর্জেন্টিনা
তদন্তকারী পুলিশ আধিকারিকরা জানিয়েছেন যে কিশোরীর বিয়ে নিয়ে ঘটনার সূত্রপাত বলে মনে করা হচ্ছে সে ওই কিশোরের সঙ্গে একই স্কুলে পড়ত। তার বিয়ে হয়ে যাওয়ায় সে যে মানসিক ভাবে ভেঙে পড়েছিল, সে কথা সামাজিক মাধ্যমে জানিয়েছিল ওই যুবক। ময়নাতদন্তের পর তার দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 10, 2022 7:48 AM IST










