Rajasthan Election Result 2018: রাজস্থানে 'গোহারান' হার গোপালন মন্ত্রীর

Last Updated:

৩৮ বছরের দেওয়াশি নির্দল প্রার্থী সন্যম লোধার কাছে ১০ হাজার ২৫৩ ভোটে হারলেন৷ দেওয়াশি পেয়েছেন ৭১ হাজার ১৯টি ভোট৷ লোধা পেয়েছেন ৮১ হাজার ২৭২টি ভোট৷

#জয়পুর: তিনিই ভারতের প্রথম গোরক্ষক মন্ত্রী৷ ভাবুন, স্রেফ গোরুকে রক্ষা করতেই গোটা একটি মন্ত্রক৷ কিন্ত‌ু গোরুটা শেষমেশ গাছটিকে মুড়িয়ে খেয়েই ফেলল! রাজস্থানে 'গোহারান' হারলেন গোপালন মন্ত্রী ওটারাম দেওয়াশি৷ রাজ্যের বিজেপি সরকারের এই দফতরের নাম 'গোপালন দফতর'৷
৩৮ বছরের দেওয়াশি নির্দল প্রার্থী সন্যম লোধার কাছে ১০ হাজার ২৫৩ ভোটে হারলেন৷ দেওয়াশি পেয়েছেন ৭১ হাজার ১৯টি ভোট৷ লোধা পেয়েছেন ৮১ হাজার ২৭২টি ভোট৷ লোধা একসময় কংগ্রেসের সদস্য ছিলেন৷ দলের সঙ্গে বিবাদের জেরে ২০১৮-র বিধানসভা ভোটে নির্দল প্রার্থী হিসেবেই লড়ার সিদ্ধান্ত নেন৷
লাল পাগড়ি, সাদা পাঞ্জাবি, কানে বড় দুল, হাতে লাঠি-- একেবারে টিপিক্যাল গোরক্ষক স্টাইল৷ মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের অফিসেও তিনি এই ভাবেই যেতেন৷ আসলে গতবার বিধানসভা ভোটে রাজস্থানে ভোটের ইস্তেহারে বিজেপি ও বসুন্ধরা রাজে প্রতিশ্রুতি দিয়েছিলেন, গোরু রক্ষার জন্য আলাদা একটি দফতর ও মন্ত্রী রাখা হবে৷ সেই মতোই দেওয়াশিকে গোপালন মন্ত্রী নির্বাচিত হন৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Rajasthan Election Result 2018: রাজস্থানে 'গোহারান' হার গোপালন মন্ত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement