অভিনব ভাবনা, কাঠ বাঁচাতে এবার থেকে মৃতদেহ পোড়ানো হবে ঘুঁটে দিয়ে !
Last Updated:
‘প্রকৃতি মা’-কে সেই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তাই অভিনব উপায় আবিষ্কার করল রায়পুর পুর নিগম ৷
#রায়পুর: প্রকৃতিটা আমাদের, তাকে রক্ষা করার গুরু দায়িত্বটাও তাই আমাদেরি ৷ এই সবুজটুকু না থাকলে যে আর আমরাও থাকব না, পরিবেশ রক্ষার্তে তাই এমনই বার্তা দিল ছত্তিশগড়ের রায়পুর ৷
মৃতদেহ দাহ করতে অনেক কাঠ লাগে ৷ সেই কাঠ জোগাড় করতে গিয়ে পুড়ে নষ্ট হয় বহু গাছ ৷ ‘প্রকৃতি মা’-কে সেই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তাই অভিনব উপায় আবিষ্কার করল রায়পুর পুর নিগম ৷ পুর উদ্যোগে ঘুঁটেই এখন মৃতদেহ দাহ করার প্রধান উপাদান হিসাবে ব্যবহৃত হচ্ছে রায়পুরে ৷ ঘুঁটে দিয়ে তৈরি এই উপাদানগুলি দেখতেও অনেকটা কাঠের গুঁড়ির মতো ৷
advertisement
advertisement
পুর নিগমের তরফে জানানো হয়েছে, এই ঘুঁটের গুঁড়ি তৈরি করার জন্য নতুন মেশিন বসানো হয়েছে ৷ রোজই তা থেকে এই ধরণের গুঁড়ি তৈরি হচ্ছে ৷ এই মুহূর্তে যা উৎপাদন হচ্ছে, তাতে দৈনিক চারটি করে মৃতদেহ দাহ করা সম্ভব ৷ তবে আস্তে আস্তে উৎপাদন আরও বাড়ানোর কথাও ভাবা হচ্ছে ৷ নিগমের সভাপতি রাজকুমার সাহু সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পরিবেশ রক্ষা করার তাগিদ থেকেই ভাবনা ৷ ঘুঁটে গুঁড়ির প্রচলন বাড়লে কাঠের অপব্যবহার কমবে বলেই আশা তাঁর ৷
advertisement
Chhattisgarh: Raipur introduces 'eco-friendly' wood - logs made out of cow dung - for funerals. President of the org which produces this, says 'We'll also provide logs free of cost. We make this with help of a machine, which produces logs sufficient for 4 funerals daily.' (30.07) pic.twitter.com/tHuOyBnBXE
— ANI (@ANI) July 31, 2018
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 02, 2018 3:08 PM IST