অভিনব ভাবনা, কাঠ বাঁচাতে এবার থেকে মৃতদেহ পোড়ানো হবে ঘুঁটে দিয়ে !

Last Updated:

‘প্রকৃতি মা’-কে সেই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তাই অভিনব উপায় আবিষ্কার করল রায়পুর পুর নিগম ৷

#রায়পুর: প্রকৃতিটা আমাদের, তাকে রক্ষা করার গুরু দায়িত্বটাও তাই আমাদেরি ৷ এই সবুজটুকু না থাকলে যে আর আমরাও থাকব না, পরিবেশ রক্ষার্তে তাই এমনই বার্তা দিল ছত্তিশগড়ের রায়পুর ৷
মৃতদেহ দাহ করতে অনেক কাঠ লাগে ৷ সেই কাঠ জোগাড় করতে গিয়ে পুড়ে নষ্ট হয় বহু গাছ ৷ ‘প্রকৃতি মা’-কে সেই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তাই অভিনব উপায় আবিষ্কার করল রায়পুর পুর নিগম ৷ পুর উদ্যোগে ঘুঁটেই এখন মৃতদেহ দাহ করার প্রধান উপাদান হিসাবে ব্যবহৃত হচ্ছে রায়পুরে ৷ ঘুঁটে দিয়ে তৈরি এই উপাদানগুলি দেখতেও অনেকটা কাঠের গুঁড়ির মতো ৷
advertisement
advertisement
পুর নিগমের তরফে জানানো হয়েছে, এই ঘুঁটের গুঁড়ি তৈরি করার জন্য নতুন মেশিন বসানো হয়েছে ৷ রোজই তা থেকে এই ধরণের গুঁড়ি তৈরি হচ্ছে ৷ এই মুহূর্তে যা উৎপাদন হচ্ছে, তাতে দৈনিক চারটি করে মৃতদেহ দাহ করা সম্ভব ৷ তবে আস্তে আস্তে উৎপাদন আরও বাড়ানোর কথাও ভাবা হচ্ছে ৷ নিগমের সভাপতি রাজকুমার সাহু সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পরিবেশ রক্ষা করার তাগিদ থেকেই ভাবনা ৷ ঘুঁটে গুঁড়ির প্রচলন বাড়লে কাঠের অপব্যবহার কমবে বলেই আশা তাঁর ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
অভিনব ভাবনা, কাঠ বাঁচাতে এবার থেকে মৃতদেহ পোড়ানো হবে ঘুঁটে দিয়ে !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement