জাতীয় সড়কে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ! ২০ ফুট গর্তে পড়েও বেঁচে গেলেন চার যাত্রী

Last Updated:

এ যেন চোখের সামনে মৃত্যুকে দেখা ! সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন চার বন্ধু ৷ মুম্বই থেকে কান্নাউজ যাচ্ছিলেন তারা ৷ সেই যাতায়াতের পথেই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনাটি৷

#লখনউ: এ যেন চোখের সামনে মৃত্যুকে দেখা ! সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন চার বন্ধু ৷ মুম্বই থেকে কান্নাউজ যাচ্ছিলেন তারা ৷ সেই যাতায়াতের পথেই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনাটি৷ ২০ ফুট গর্তে পড়ে যান তারা ৷ কিন্তু আশ্চর্যজনক ভাবে তারা প্রত্যেকেই বেঁচে যান ৷
বৃহস্পতিবার সকালে ভোট ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ আগ্রা থেকে ১৬ কিলোমিটার দূরে ওয়াজিদপুর পুলিয়া এলাকায় ঘটনাটি ঘটে ৷ এরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে ৷ গাড়ির ভিতর থেকে তাদের উদ্ধার করার কাজ শুরু করেন তারাই প্রাথমিকভাবে ৷ এরপর স্থানীয় পুলিশ স্টেশনকে খবর দেওয়া হয় ৷ পুলিশ সূত্রে খবর, যারা ওই গাড়ির ভিতরে ছিলেন ৷ তারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন ৷ মুম্বই থেকে কান্নাউজ যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে ৷
advertisement
গাড়ির চালক রচিত কুমার জানিয়েছেন, গুগল থেকে রাস্তা দেখে তারা আসছিলেন ৷ কখনও ট্রেক করে ৷ আবার কখনও সাধারণ রাস্তা দিয়ে ৷ কিন্তু মাঝরাস্তায় আচমকাই রাস্তা গুলিয়ে ফেলেন তারা ৷ সেই সময় ফোনে নেটওয়ার্ক না থাকায় সঠিক রাস্তা চিনতেও বারবার ব্যর্থ হচ্ছিলেন তারা ৷ এরপরই ভুল রাস্তায় ঢুকে পড়েন তারা ৷ পাথুরে রাস্তার উপর আসতে গিয়েই গাড়ির চাকা স্লিপ করে ৷ ২০ ফুট গর্তে একটি পরিখায় পড়ে যায় তাদের গাড়ি ৷ রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, ব্রেক কষলেও শেষরক্ষে হয়নি এমনটাই জানান রচিত কুমার ৷
advertisement
advertisement
এই ঘটনার পরই নড়েচড়ে বসে উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়ে ইনডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি(UPEIDA) ৷ UPEIDA-র এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, খুব শীঘ্রই রাস্তা মেরামতের কাজ শুরু হবে ৷ কিন্তু গত বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টির জেরে আপাতত রাস্তা মেরামতের কাজ বন্ধ রয়েছে ৷ তবে, এই অবস্থাতেও যাতে কোনওরকম কোনও দুর্ঘটনা না ঘটে ৷ তার জন্য সাময়িকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ারও ভাবনাচিন্তা চলছে বলে তারা জানিয়েছেন ৷
advertisement
Photo courtesy: PTI Photo courtesy: PTI
বাংলা খবর/ খবর/দেশ/
জাতীয় সড়কে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ! ২০ ফুট গর্তে পড়েও বেঁচে গেলেন চার যাত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement