রেল বাজেটের আগেই কমছে রেল ভাড়া

Last Updated:

প্রায় ২৫ শতাংশ রেলভাড়া কমাল ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ ৷ তবে এই ছাড় শুধুমাত্র শতাব্দী এক্সপ্রেসের ক্ষেত্রেই প্রযোজ্য ৷

#নয়াদিল্লি: রেলবাজেটের আগেই যাত্রীদের জন্য সুখবর ৷ প্রায় ২৫ শতাংশ রেলভাড়া কমাল ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ ৷ তবে এই ছাড় শুধুমাত্র শতাব্দী এক্সপ্রেসের ক্ষেত্রেই প্রযোজ্য ৷ তাও সব শতাব্দী এক্সপ্রেসে নয়, শুধু মাত্র আজমেঢ়-নয়াদিল্লি-আজমেঢ় শতাব্দীতেই কমছে টিকিটের দাম ৷ একধাক্কায় টিকিটের দাম কমছে প্রায় ২৫ শতাংশ ৷
রেলভাড়া কমে যাওয়ার লাভ নিতে পারবেন শুধুমাত্র রাজস্থানের আজমেঢ় ও জয়পুরের যাত্রীরা ৷ কারণ- আজমেঢ়-নয়াদিল্লি-আজমেঢ় শতাব্দীতে ভ্রমণকারী যাত্রীদের জন্যই টিকিটে ২৫ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে ৷ আগে জয়পুর থেকে আজমেঢ় যাওয়ার জন্য একজন যাত্রীকে ৩৫৫ টাকা দিতে হত ৷ কিন্তু ভাড়া কমার পর ওই টিকিটের দাম এখন ৩০০ টাকায় এসে দাঁড়িয়েছে ৷
advertisement
কিষাণগড় থেকে জয়পুর যাওয়ার টিকিটেও ৭৫ টাকা কমিয়েছে রেলওয়ে ৷ আগে কিষাণগড় থেকে জয়পুর যেতে ৩৭৫ টাকা লাগত, সেখানে এখন মাত্র ৩০০ টাকার টিকিট কাটতে হয় ৷ নতুন ভাড়ার তালিকা অনুযায়ী জয়পুর থেকে কিষাণগড় যেতে হলেও ৩০০ টাকাই দিতে হবে, যেখানে আগে ৩৩০ টাকার টিকিট কাটতে হত ৷ কিন্তু সবচেয়ে বেশি লাভবান হবেন যারা আজমেঢ় থেকে জয়পুর যাচ্ছেন ৷ কারণ আগে ওই রুটের টিকিট ছিল যাত্রী প্রতি ৪০০ টাকা, যা এখন কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে ৷
advertisement
advertisement
উত্তর-পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার থেকেই আজমেঢ়-নয়াদিল্লি-আজমেঢ় শতাব্দী এক্সপ্রেস ‘ট্রেন নম্বর-১২০৫’-এ নয়া দামে টিকিট বুকিং শুরু হয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রেল বাজেটের আগেই কমছে রেল ভাড়া
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement