Railways Network in Nagaland: সফল ট্রায়াল রান, এ বার নাগাল্যান্ডেও পাওয়া যাবে বিস্তৃত রেলওয়ে নেটওয়ার্কের পরিষেবা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Railways Network in Nagaland: এই সফল ট্রায়াল রান মোলভম অঞ্চল এবং এর রেলওয়ে স্টেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ডিমাপুর ও শোখুভি স্টেশনের পরেই নাগাল্যান্ডের তৃতীয় বৃহৎ রেল স্টেশন হবে। উন্নত রেল সংযোগের ফলে আঞ্চলিক গতিশীলতা গুরুত্বপূর্ণভাবে বৃদ্ধি লাভ করবে, যার ফলে নাগাল্যান্ডের জনগণ সুগমভাবে দেশের বিস্তৃত রেলওয়ে নেটওয়ার্কের সুবিধা লাভ করবে।
কলকাতা : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর)পক্ষ থেকে ধনসিরি-জুবজা নতুন লাইন প্রকল্পের শোখুভি-মোলভ’ম রেলওয়ে সেকশনে মাল্টি ইউনিট (এমইউ) লোকোমোটিভ-সহ পণ্য ট্রেনের প্রথম ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন করা হয়েছে, যার ফলে নাগাল্যান্ডে রেল সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাইলস্টোন চিহ্নিত হয়েছে। ট্রেনটি প্রায় ১৮:০০ ঘণ্টায় মোলভমে পৌঁছয়, যা ১৫.৪১৯ কিমি দৈর্ঘ্যের গুরুত্বপূর্ণ এই রেলপথটি চালু করার ক্ষেত্রে এক বৃহৎ পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে, যা আগামী কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য স্থির করা হয়েছে।
এই সফল ট্রায়াল রান মোলভম অঞ্চল এবং এর রেলওয়ে স্টেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ডিমাপুর ও শোখুভি স্টেশনের পরেই নাগাল্যান্ডের তৃতীয় বৃহৎ রেল স্টেশন হবে। উন্নত রেল সংযোগের ফলে আঞ্চলিক গতিশীলতা গুরুত্বপূর্ণভাবে বৃদ্ধি লাভ করবে, যার ফলে নাগাল্যান্ডের জনগণ সুগমভাবে দেশের বিস্তৃত রেলওয়ে নেটওয়ার্কের সুবিধা লাভ করবে। একবার চালু হয়ে গেলে নতুন এই রেল সংযোগটি যাত্রী ও পণ্যসামগ্রীর উন্নত চলাচলের সুবিধা প্রদান করবে, লজিস্টিক ব্যবধান দূর করবে এবং অর্থনৈতিক উন্নয়নকে বিকশিত করবে।
advertisement
এছাড়াও এই উন্নয়নের ফলে মোলভ’ম অঞ্চলের স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা এবং ব্যবসায়িক ইউনিটগুলি অত্যন্ত উপকৃত হবেন, নিজেদের পণ্য সামগ্রী ও বিভিন্ন উপকরণ পরিবহণের ক্ষেত্রে বিশ্বস্ত ও সাশ্রয়ী বিকল্প লাভ করবেন তাঁরা। রেলওয়ের পণ্যবাহী পরিষেবা চালু হওয়ার পাশাপাশি স্থানীয় শিল্প ও ক্ষুদ্র মাপের উৎপাদনকারীরা জাতীয় বাজারে প্রবেশ করার প্রত্যক্ষ সুযোগ লাভ করবেন, তাঁরা সমগ্র দেশে নিজেদের তৈরি করা বিভিন্ন সামগ্রীর ব্যবসা করতে সক্ষম হবেন। উন্নত সংযোগ ব্যবস্থা নতুন ব্যবসার সুযোগগুলিকে উৎসাহিত করবে, বিনিয়োগকারীদের আকর্ষণ করবে এবং নাগাল্যান্ডের সামগ্রিক আর্থ-সামাজিক বিকাশে অবদান রাখবে।
advertisement
advertisement
আরও পড়ুন : আজ থেকে কত দিন বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো? আগামী সপ্তাহে কবে মিলবে না পরিষেবা? যাত্রীদের সমস্যা সমাধানে বিকল্প ব্যবস্থা জানুন
উত্তর-পূর্বাঞ্চল এবং এর সংলগ্ন অঞ্চলগুলিতে রেলওয়ে সংযোগ সম্প্রসারণ ও শক্তিশালী করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে একনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাচ্ছে, অঞ্চলের প্রত্যেক কোণায় রেল পরিবহণের সুবিধাগুলি পৌঁছে দেওয়াটা নিশ্চিত করে তুলেছে। পরিকাঠামোর আধুনিকীকরণের ক্ষেত্রে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের যে প্রচেষ্টা তা শোখুভি-মোলভ’ম সেকশনে পণ্যবাহী লোকোর সফল ট্রায়ালে প্রতিফলিত হয়েছে, যা আরও বেশি সংযুক্ত এবং অর্থনৈতিকভাবে প্রাণবন্ত নাগাল্যান্ডের জন্য পথ প্রশস্ত করে তুলবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2025 9:51 AM IST