রেল সুরক্ষায় সর্বাধিক জোর, বরাদ্দ হতে পারে প্রায় ১ লক্ষ কোটি টাকা

Last Updated:

রেল সুরক্ষায় সর্বাধিক বরাদ্দের সম্ভাবনা, বরাদ্দ হতে পারে প্রায় ১ লক্ষ কোটি টাকা

#নয়াদিল্লি: এক দেশ, এক বাজেট ৷ আজ সংসদে বাজেট অধিবেশন ৷ দীর্ঘ ৯২ বছরের ঐতিহ্যের ইতি ঘটতে চলেছে ৷ এদিন মিশে যাচ্ছে রেল ও সাধারণ বাজেট ৷ ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিই পেশ করবেন রেল বাজেট৷ সাধারণ বাজেটেই ১২টি অনুচ্ছেদ বরাদ্দ করা হয়েছে রেল বাজেটের জন্য ৷ সংসদে সেই অংশই পড়বেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷
গত কয়েকমাস ধরে একাধিক রেল দুর্ঘটনার জেরে প্রশ্ন উঠেছে রেলের নিরাপত্তা নিয়ে ৷ তাই এবারের বাজেটে রেলের নিরাপত্তার উপর বিশেষ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ওয়াকিবহল মহল ৷ রেল সুরক্ষায় সর্বাধিক বরাদ্দের সম্ভাবনা রয়েছে ৷ রেল সুরক্ষায় বিশেষ কমিটি হতে পারে  ৷ এক সংবাদমাধ্যমের দাবি, আগামী পাঁচ বছরের জন্য রেলের নিরাপত্তা খাতে বরাদ্দ করা হতে পারে প্রায় ১ লক্ষ কোটি টাকা৷ লাইন মেরামতি, আধুনিকীকরণে জোর দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ দিল্লি-হাওড়া, মুম্বই-দিল্লি রুটে ট্রেনের গতি বৃদ্ধির ঘোষণার সম্ভাবনার পাশাপাশি আধুনিক কোচের ঘোষণা হতে পারে বাজেটে ৷
advertisement
এর পাশাপাশি ব্যয় কমিয়ে আয় বৃদ্ধির দিকেও নজর থাকবে রেলের ৷ যাত্রীভাড়া বৃদ্ধির সম্ভাবনা কম ৷ তবে বাড়তে পারে পণ্য পরিবহণের খরচ ৷ এর আগে রেলমন্ত্রী সুরেশ প্রভু নিরাপত্তার জন্য প্রায় ১.১৯ লাখ কোটি টাকা বরাদ্দের আবেদন জানিয়েছিলেন৷ তাঁর সেই প্রত্যাশা বাজেটে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
রেল সুরক্ষায় সর্বাধিক জোর, বরাদ্দ হতে পারে প্রায় ১ লক্ষ কোটি টাকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement