রেল সুরক্ষায় সর্বাধিক জোর, বরাদ্দ হতে পারে প্রায় ১ লক্ষ কোটি টাকা
Last Updated:
রেল সুরক্ষায় সর্বাধিক বরাদ্দের সম্ভাবনা, বরাদ্দ হতে পারে প্রায় ১ লক্ষ কোটি টাকা
#নয়াদিল্লি: এক দেশ, এক বাজেট ৷ আজ সংসদে বাজেট অধিবেশন ৷ দীর্ঘ ৯২ বছরের ঐতিহ্যের ইতি ঘটতে চলেছে ৷ এদিন মিশে যাচ্ছে রেল ও সাধারণ বাজেট ৷ ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিই পেশ করবেন রেল বাজেট৷ সাধারণ বাজেটেই ১২টি অনুচ্ছেদ বরাদ্দ করা হয়েছে রেল বাজেটের জন্য ৷ সংসদে সেই অংশই পড়বেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷
গত কয়েকমাস ধরে একাধিক রেল দুর্ঘটনার জেরে প্রশ্ন উঠেছে রেলের নিরাপত্তা নিয়ে ৷ তাই এবারের বাজেটে রেলের নিরাপত্তার উপর বিশেষ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ওয়াকিবহল মহল ৷ রেল সুরক্ষায় সর্বাধিক বরাদ্দের সম্ভাবনা রয়েছে ৷ রেল সুরক্ষায় বিশেষ কমিটি হতে পারে ৷ এক সংবাদমাধ্যমের দাবি, আগামী পাঁচ বছরের জন্য রেলের নিরাপত্তা খাতে বরাদ্দ করা হতে পারে প্রায় ১ লক্ষ কোটি টাকা৷ লাইন মেরামতি, আধুনিকীকরণে জোর দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ দিল্লি-হাওড়া, মুম্বই-দিল্লি রুটে ট্রেনের গতি বৃদ্ধির ঘোষণার সম্ভাবনার পাশাপাশি আধুনিক কোচের ঘোষণা হতে পারে বাজেটে ৷
advertisement
এর পাশাপাশি ব্যয় কমিয়ে আয় বৃদ্ধির দিকেও নজর থাকবে রেলের ৷ যাত্রীভাড়া বৃদ্ধির সম্ভাবনা কম ৷ তবে বাড়তে পারে পণ্য পরিবহণের খরচ ৷ এর আগে রেলমন্ত্রী সুরেশ প্রভু নিরাপত্তার জন্য প্রায় ১.১৯ লাখ কোটি টাকা বরাদ্দের আবেদন জানিয়েছিলেন৷ তাঁর সেই প্রত্যাশা বাজেটে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2017 9:04 AM IST