বিনিয়োগ টানতে বিশিষ্টজনদের রেলমন্ত্রীর চিঠি
Last Updated:
দিনে দিনে খারাপ হচ্ছে রেলের কোষাগারের হাল। সেই অবস্থা থেকে বাঁচার পথ খুঁজে বের করতে মাঠে নেমেছেন খোদ রেলমন্ত্রী।
#নয়াদিল্লি: দিনে দিনে খারাপ হচ্ছে রেলের কোষাগারের হাল। সেই অবস্থা থেকে বাঁচার পথ খুঁজে বের করতে মাঠে নেমেছেন খোদ রেলমন্ত্রী। বিশিষ্টজনদের কাছে বিনিয়োগের আবেদন জানিয়ে চিঠি পাঠাচ্ছেন সুরেশ প্রভু। সহযোগিতা চান রাজ্য সরকারগুলিরও।
ভারতীয় রেলপ্রকল্পে নেওয়া হয়েছে ভিশন টোয়েন্টি টোয়েন্টি। কিন্তু যাত্রী সুরক্ষা এবং পণ্য পরিবহন দুই ক্ষেত্রেই লাভজনক পথে হাটতে পারছে না ভারতীয় রেল। ফলে নয়া প্রকল্পগুলি কীভাবে বাস্তবে রূপ পাবে সেটাই এখন প্রশ্নের মুখে। রেলকে প্রায় খাঁদের পাশ থেকে সরিয়ে আনতে তাই নিজেই মাঠে নেমেছেন রেলমন্ত্রী সুরেশ প্রভূ। বিনিয়োগের আবেদন জানিয়ে বিশিষ্টজনদের চিঠি পাঠাচ্ছেন তিনি। সেখানে তুলে ধরা হচ্ছে...
advertisement
১. রেলমন্ত্রী সুরেশ প্রভুর সময়কালের বিভিন্ন প্রকল্প
advertisement
২. তাতে উঠে এসেছে যাত্রী স্বাচ্ছন্দ, যাত্রী নিরাপত্তার কথা
৩. প্রতিক্ষেত্রে রেল কীভাবে কাজ করছে বা করবে
৪. উল্লেখযোগ্যভাবে বুলেট ট্রেন, গতিমান এক্সপ্রেসের গুরুত্ব তুলে ধরা হয়েছে
৫. কীভাবে রেলের পরিকাঠামোগত উন্নয়ন হবে
advertisement
শুধু চিঠি পাঠানোই নয়। রেলমন্ত্রক সূত্রে খবর, বিনিয়োগের বিষয়ে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকও করতে চান রেলমন্ত্রী। সম্প্রতি কলকাতায় এসেও কয়েকজন শিল্পপতির সঙ্গে বৈঠক করেন সুরেশ প্রভু। একইরকমভাবে বৈঠক করেন মুম্বই ও দক্ষিণ ভারতের কয়েকটি শহরে। বিশিষ্টজনদের পাশাপাশি রাজ্য সরকারের সহযোগিতাও চান তিনি। তবে চিঠির মাধ্যমে সুরেশ প্রভু তাঁর মন্ত্রককে কতটা চাঙ্গা করতে পারবেন, তা নিয়ে কোনও আশার আলো দেখতে পাচ্ছেন না রেল বিশেষজ্ঞরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 12, 2016 12:49 PM IST