Bullet Train: বুলেট ট্রেনের অপেক্ষা আর বেশি দিনের নয়, বড় আপডেট দিলেন রেলমন্ত্রী

Last Updated:

২০২১ সালের নভেম্বর মাসে কাজ শুরু হওয়ার পর গুজরাত- আহমেদাবাদ রুটে বুলেট ট্রেন প্রকল্পের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে৷

বুলেট ট্রেন নিয়ে বড় আপডেট দিলেন রেলমন্ত্রী৷  প্রতীকী ছবি
বুলেট ট্রেন নিয়ে বড় আপডেট দিলেন রেলমন্ত্রী৷ প্রতীকী ছবি
নয়াদিল্লি: ২০২৬ সালে দেশে বুলেট ট্রেনের প্রথম সেকশনের কাজ শেষ হবে৷ এমনই ইঙ্গিত দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ রেলমন্ত্রীর দাবি অনুযায়ী, গুজরাতের বিলমোরা এবং সুরাতের মধ্যে ৫০ কিলোমিটার অংশের বুলেট ট্রেন প্রকল্পের কাজ ২০২৬ সালের অগাস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে৷
শুধু বুলেট ট্রেন প্রকল্প নয়, দেশের রেল পরিষেবাকে আরও উন্নতি করতে নতুন কী কী পরিকল্পনা রয়েছে, তাও জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব৷
রেল মন্ত্রী জানিয়েছেন, করোনা অতিমারির পূর্ববর্তী সময়ের তুলনায় দেশে মেল, এক্সপ্রেস ট্রেনের সংখ্যা ১৭৬৮ থেকে বেড়ে ২১২৪ হয়েছে৷ সাবার্বান পরিষেবা ৫৬২৬ থেকে বেড়ে হয়েছে ৫৭৭৪ হয়েছে৷ প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা ২৭৯২ থেকে বেড়ে ২৮৫৬ হয়েছে৷
advertisement
advertisement
গত সপ্তাহেই রেলমন্ত্রী জানিয়েছিলেন, মুম্বই- আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে ১০০ কিলোমিটার দৈর্ঘ্যের ভায়ডাক্ট (পিলারের উপরে বসানো কংক্রিটের রেলপথ) এবং ২৩০ কিলোমিটার পিলার বসানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ বিলিমোরা- সুরাত সেকশনটি মুম্বই-আহমেদাবাদ রুটেরই অংশ৷ ইতিমধ্যেই গুজরাতের ভালসাড়, নভসারি, সুরাত, বরোদা এবং আনন্দ জেলায় বুলেট ট্রেন প্রকল্পে ভায়াডাক্ট বসানোর কাজও শেষ হয়েছে৷ সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অশ্বিনী বৈষ্ণব৷
advertisement
২০২১ সালের নভেম্বর মাসে কাজ শুরু হওয়ার পর গুজরাত- আহমেদাবাদ রুটে বুলেট ট্রেন প্রকল্পের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে৷ ছটি নদীর উপরে সেতু তৈরির কাজও শুরু হয়েছে৷
বুলেট ট্রেন প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে আনুমানিক ১.০৮ লক্ষ কোটি টাকা৷ যার মধ্যে ১০ হাজার কোটি দেবে কেন্দ্রীয় সরকার৷ ৫ হাজার কোটি করে দেবে গুজরাত এবং মহারাষ্ট্র সরকার৷ বাকি অর্থ ০.১ শতাংশ সুদের হারে ঋণ দেবে জাপান৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bullet Train: বুলেট ট্রেনের অপেক্ষা আর বেশি দিনের নয়, বড় আপডেট দিলেন রেলমন্ত্রী
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement