Bullet Train: বুলেট ট্রেনের অপেক্ষা আর বেশি দিনের নয়, বড় আপডেট দিলেন রেলমন্ত্রী
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২০২১ সালের নভেম্বর মাসে কাজ শুরু হওয়ার পর গুজরাত- আহমেদাবাদ রুটে বুলেট ট্রেন প্রকল্পের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে৷
নয়াদিল্লি: ২০২৬ সালে দেশে বুলেট ট্রেনের প্রথম সেকশনের কাজ শেষ হবে৷ এমনই ইঙ্গিত দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ রেলমন্ত্রীর দাবি অনুযায়ী, গুজরাতের বিলমোরা এবং সুরাতের মধ্যে ৫০ কিলোমিটার অংশের বুলেট ট্রেন প্রকল্পের কাজ ২০২৬ সালের অগাস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে৷
শুধু বুলেট ট্রেন প্রকল্প নয়, দেশের রেল পরিষেবাকে আরও উন্নতি করতে নতুন কী কী পরিকল্পনা রয়েছে, তাও জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব৷
রেল মন্ত্রী জানিয়েছেন, করোনা অতিমারির পূর্ববর্তী সময়ের তুলনায় দেশে মেল, এক্সপ্রেস ট্রেনের সংখ্যা ১৭৬৮ থেকে বেড়ে ২১২৪ হয়েছে৷ সাবার্বান পরিষেবা ৫৬২৬ থেকে বেড়ে হয়েছে ৫৭৭৪ হয়েছে৷ প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা ২৭৯২ থেকে বেড়ে ২৮৫৬ হয়েছে৷
advertisement
advertisement
Progress of Bullet Train project:
Till date: 21.11.2023
Pillars: 251.40 Km
Elevated super-structure: 103.24 Km pic.twitter.com/SKc8xmGnq2— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) November 23, 2023
গত সপ্তাহেই রেলমন্ত্রী জানিয়েছিলেন, মুম্বই- আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে ১০০ কিলোমিটার দৈর্ঘ্যের ভায়ডাক্ট (পিলারের উপরে বসানো কংক্রিটের রেলপথ) এবং ২৩০ কিলোমিটার পিলার বসানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ বিলিমোরা- সুরাত সেকশনটি মুম্বই-আহমেদাবাদ রুটেরই অংশ৷ ইতিমধ্যেই গুজরাতের ভালসাড়, নভসারি, সুরাত, বরোদা এবং আনন্দ জেলায় বুলেট ট্রেন প্রকল্পে ভায়াডাক্ট বসানোর কাজও শেষ হয়েছে৷ সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অশ্বিনী বৈষ্ণব৷
advertisement
২০২১ সালের নভেম্বর মাসে কাজ শুরু হওয়ার পর গুজরাত- আহমেদাবাদ রুটে বুলেট ট্রেন প্রকল্পের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে৷ ছটি নদীর উপরে সেতু তৈরির কাজও শুরু হয়েছে৷
বুলেট ট্রেন প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে আনুমানিক ১.০৮ লক্ষ কোটি টাকা৷ যার মধ্যে ১০ হাজার কোটি দেবে কেন্দ্রীয় সরকার৷ ৫ হাজার কোটি করে দেবে গুজরাত এবং মহারাষ্ট্র সরকার৷ বাকি অর্থ ০.১ শতাংশ সুদের হারে ঋণ দেবে জাপান৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
November 29, 2023 10:30 PM IST