Lakhimpur Violence| Rahul Gandhi| অনুমতি পেল তৃণমূল, আমরা কেন পাব না! যোগীরাজ্যের হটস্পটে পা রাখতে চেয়ে প্রশ্ন রাহুলের
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Lakhimpur Violence| Rahul Gandhi| দুপুর ১২:২০ মিনিটের বিমানে দলীয় নেতাদের নিয়ে লখনউ যাবেন রাহুল গান্ধী।
#লখনউ: লখিমপুরে পা রাখতে চেয়ে হাতে হাতকরা পরতে হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। এই পরিস্থিতিতে আজই রাহুল গান্ধী (Rahul Gandhi) পৌঁছতে চাইছেন যোগীরাজ্যের এই রণক্ষেত্রে। যেখানে দিন কয়েক আগেই মন্ত্রীপুত্রের গাড়ির চাকায় পিষ্ট (Lakhimpur Violence) হয়ে মৃত্যু হয়েছে কয়েকজন কৃষকের। ভূপেশ বাঘেল, চরণজিৎ সিং চন্নি, কেসি বেনুগোপাল এবং রণদীপ সিং সুরজেওয়ালাদের নিয়েই লখিমপুর যেতে চান রাহুল। দুপুর ১২:২০ মিনিটের বিমানে দলীয় নেতাদের নিয়ে লখনউ যাবেন রাহুল গান্ধী।
রাহুল (Rahul Gandhi) বলছেন, "আজ ছত্তিশগড় ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়ে আমরা ৩জন লখিমপুর যাব।" কিন্তু লখনউয়ের পুলিশ কমিশনার ডি ঠাকুরের বক্তব্য, "রাহুল গান্ধী বিমানবন্দরে নামলে তাঁকে অনুরোধ করব খেরি ও সীতাপুরে না যেতে।" সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, সীতাপুরে এই মুহূর্তে ইন্টারনেট বন্ধ। জারি রয়েছে ১৪৪ ধারা।
এ দিন রাহুল গান্ধী বলেন, "আমাদের উপর অত্যাচার করুন, মারুন, জেলে ঢোকান, যাযই করুন আমরা কৃষকের পাশে, সাধারণ মানুষের পাশে থাকব। এটা আমাদের প্রশিক্ষণ। বছর বছর ধরে আমাদের পরিবার আমাদের এই প্রশিক্ষণ দিয়ে এসেছে। প্রিয়াঙ্কা হোক বা আমি আমাদের যে কারও উপরে যত অত্যাচারই হোক আমরা মানুষের পাশে থাকব।"
advertisement
advertisement
লখিমপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যাওয়া দল নিয়েও প্রশ্ন তুলছে কংগ্রেস। রাহুল গান্ধী বলেন, "লখিমপুর যাওয়ার ক্ষেত্রে সবাইকে আটকানো হচ্ছে না। গতকাল তৃণমূল কংগ্রেস এবং ভীম আর্মিকে যেতে দেওয়া হয়েছে। অথচ কংগ্রেসকে যেতে দেওয়া হচ্ছে না। প্রিয়াঙ্কা গান্ধীকে আটকে রাখা হয়েছে। ঠিক কী ঘটেছিল, সরজমিনে জানতেই আমরা সেখানে যেতে চাই।"
advertisement
উল্লেখ্য আজ নভজ্যোৎ সিং সিধুও প্রিয়াঙ্কা গান্ধীর গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন। ট্যুইটারে তিনি লিখেছেন, "৫৪ ঘণ্টা হয়ে গেল এখনও প্রিয়াঙ্কা গান্ধীকে কোর্টে তোলা হল না। অনৈতিক ভাবে তাঁকে আটক করে রাখা হয়েছে। সংবিধান ও মানবাধিকার লঙ্ঘন করছে বিজেপি ও উত্তরপ্রদেশ পুলিশ।"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 06, 2021 11:56 AM IST