Dilip Ghosh on Sabyasachi Dutta| মুকুল ঘনিষ্ঠ সব্যসাচী দত্তও কি বিজেপি ছাড়বেন? প্রশ্নটা শুনেই মুখ খুললেন দিলীপ ঘোষ

Last Updated:

Dilip Ghosh on Sabyasachi Dutta| নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণ এসে আজ এ ব্যাপারে মুখ খোলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

সব্যসাচী দত্ত-দিলীপ ঘোষ-দূরত্ব বাড়ছেই।
সব্যসাচী দত্ত-দিলীপ ঘোষ-দূরত্ব বাড়ছেই।
#কলকাতা: এ যেন ওপেন সিক্রেট। ভাবেভঙ্গিতেই রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষালরা বুঝিয়ে দিচ্ছেন,  তাঁরা অপেক্ষা করে আছেন তৃণমূল ডাকলেই আরও একবার নতুন যাত্রা শুরু করবেন। কিন্তু সব্যসাচী দত্ত? একদা মমতা ঘনিষ্ঠ, মুকুল রায় ঘনিষ্ঠ এই বিজেপি নেতাকে নিয়েই এবার রহস্য ঘনাচ্ছে। প্রকাশ্যেই বেসুরে বাজছেন তিনি। নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণ এসে আজ এ ব্যাপারে মুখ খোলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh on Sabyasachi Dutta)।
সম্প্রতি সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)  বলেছেন, গতবার ভোট ছিল তাই পুজো হয়েছে। এবার ভোট নেই তাই পুজো নেই। এ প্রসঙ্গ উঠতেই দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "আমার জানা নেই। পূজার বিধি অনুযায়ী পূজা হওয়া উচিত। ভোট দেখে পূজা করা ঠিক নয়। যারা পুজো করেছিলেন তাঁদের চিন্তা ভাবনা করা উচিত এটা। পুজো করতে আপত্তি নেই কয়েকজন মিলে পুজো করতেই পারেন। যেহেতু এবার বড় বড় পুজো হচ্ছে না, একটা হলের মধ্যে পুজো হলে ভালোই হবে। লোকজন দেখতে পাবেন।"
advertisement
হঠাৎ সব্যসাচী দত্তের এমন সোজাসাপটা কথায় যে দলে অস্বস্তি বেড়েছে, তা লুকনো গেল না। দিলীপ ঘো,এর দিকে সাতসকালে প্রশ্নটা ধেয়ে গেল,  দল ছাড়ার ব্যাপারে কিছু আভাস আছে কি? এ প্রসঙ্গে  দিলীপ ঘোষ বলেন,
advertisement
"আমার জানা নেই কিছু।" গত বছর বিধাননগরের ইজেডসিসি-তে দুর্গাপূজা আয়োজন করেছিল বিজেপি। পুজোর উদ্যোক্তা ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, তৎকালীন সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, সব্যসাচী দত্তরা। তারপর অনেক জল বয়ে গিয়েছে।
advertisement
ভোটে ব্যাপক ভাবে পযুদস্ত বিজেপি থেকে পদত্যাগের বাণ ডেকেছে। মুকুল রায়ের হাত ধরে একসময়ে বহু তৃণমূল নেতা বিজেপিতে গিয়েছিলেন একদা। সেই মুকুল রায়ই তৃণমূলে যোগ দেন ফের। বিজেপি থেকে ঘরে ফিরতে থাকে মুকুল ঘনিষ্ঠ অনেক বিধায়কই। বাগদা থেকে আসেন বিশ্বজিৎ দাস। স্বভাবিক ভাবেই  জল্পনা তৈরি হয় সব্যসাচী দত্তকে নিয়েই কারণ তাঁর সঙ্গে মুকুল রায়ের সম্পর্ক সুবিদিত। এবার বিজেপির সঙ্গে তাঁর মতপার্থক্যও যেন টের পাওয়া যাচ্ছে। বাকিটা সময় বলবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh on Sabyasachi Dutta| মুকুল ঘনিষ্ঠ সব্যসাচী দত্তও কি বিজেপি ছাড়বেন? প্রশ্নটা শুনেই মুখ খুললেন দিলীপ ঘোষ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement