Rahul Gandhi to Visit Lakhimpur Kheri: বুধবার লখিমপুর যাচ্ছেন রাহুল গান্ধি, যোগী সরকারের সঙ্গে ফের সংঘাতের সম্ভাবনা

Last Updated:

রবিবার লখিমপুর খেরিতে চার কৃষক সহ ৯ জনের মৃত্যুর পরই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi)৷ কিন্তু মাঝপথেই তাঁকে আটকায় পুলিশ (ahul Gandhi to visit Lakhimpur Kheri on Wednesday)৷

#দিল্লি: লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করার চেষ্টা করে গ্রেফতার হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi Arrest)৷ উত্তর প্রদেশ নির্বাচনের আগে এই ইস্যুতে যোগী আদিত্যনাথ সরকার এবং বিজেপি-কে আরও চাপে ফেলতে চাইছে কংগ্রেস৷ আগামিকাল, বুধবার লখিমপুর যাচ্ছেন রাহুল গান্ধি (Rahul Gandhi to Visit Lakhimpur Kheri)৷ তিনিও মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে৷
রবিবার লখিমপুর খেরিতে চার কৃষক সহ ৯ জনের মৃত্যুর পরই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi)৷ কিন্তু মাঝপথেই তাঁকে আটকায় পুলিশ৷ প্রিয়াঙ্কাকে প্রথমে আটক করে সীতাপুরের একটি অতিথিশালায় রাখা হয়৷ এ দিনই তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ যদিও এখনও পর্যন্ত ওই অতিথিশালাতেই রাখা হয়েছে তাঁকে৷ প্রিয়াঙ্কা অভিযোগ করেছেন, গ্রেফতারির পর ৩৮ ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত তাঁকে এফআইআর-এর কপি দেখানো হয়নি৷ আইনজীবীর সঙ্গেও তাঁকে দেখা করতে দেওয়া হয়নি৷
advertisement
advertisement
বিবৃতি দিয়ে প্রিয়াঙ্কা আরও অভিযোগ করেছেন, তাঁকে এখনও পর্যন্ত কোনও ম্যাজিস্ট্রেট বা বিচার বিভাগীয় অফিসারের সামনে হাজির করানো হয়নি৷ অথচ এ দিন সকাল থেকে তাঁর আইনজীবী অতিথিশালার বাইরেই অপেক্ষা করছেন৷
advertisement
পুলিশ প্রিয়াঙ্কা গান্ধিকে আটক করার পর থেকেই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধি৷ ট্যুইটারে তিনি দাবি করেন, প্রিয়াঙ্কা ভয় পেয়ে পিছিয়ে আসবেন না৷ রাহুলের আরও দাবি, প্রিয়াঙ্কাকে ভয় পাচ্ছে উত্তর প্রদেশের বিজেপি সরকার৷
রবিবারের ঘটনার পর থেকেই লখিমপুর খেরিকে কার্যত দুর্গে পরিণত করেছে উত্তর প্রদেশ পুলিশ৷ বিরোধী পক্ষের কোনও নেতাকেই ঘটনাস্থলে গিয়ে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না৷ এ দিন তৃণমূল সাংসদরাও দু'টি দলে ভাগ হয়ে কোনওক্রমে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করেন৷
advertisement
ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকেও এ দিন লখনউ বিমানবন্দরে আটকায় পুলিশ৷ ফলে রাহুল গান্ধি লখিমপুর খেরিতে যাওয়ার চেষ্টা করলেও তাঁর অনুমতি না পাওয়ার সম্ভাবনাই বেশি৷ ফলে ফের একবার উত্তর প্রদেশের পুলিশ প্রশাসনের সঙ্গে সংঘাতে জড়াতে পারেন রাহুল এবং কংগ্রেস সমর্থকরা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi to Visit Lakhimpur Kheri: বুধবার লখিমপুর যাচ্ছেন রাহুল গান্ধি, যোগী সরকারের সঙ্গে ফের সংঘাতের সম্ভাবনা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement