Priyanka Gandhi Arrested: মন্ত্রীর ছেলে এখনও বাইরে কেন ? লখিমপুর কাণ্ডে মোদিকে প্রশ্ন করার পরেই গ্রেপ্তার প্রিয়াঙ্কা
- Published by:Debamoy Ghosh
Last Updated:
প্রায় ৩০ ঘণ্টা সীতাপুরের গেস্টহাউসের আটক রাখার পর মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। তাঁর বিরুদ্ধে ১৪৪ ধারা লঙ্ঘন-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
#নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ি পিষে মারছে কৃষকদের, এমন ভিডিও প্রকাশ করে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Priyanka Gandhi Questions Narendra Modi) অস্বস্তিতে ফেললেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। প্রায় ৩০ ঘণ্টা সীতাপুরের গেস্ট হাউসে আটক রাখার পর মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধিকে (Priyanka Gandhi Arrested)। তাঁর বিরুদ্ধে ১৪৪ ধারা লঙ্ঘন-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে (Lakhimpur Incident Update)। প্রিয়াঙ্কা গান্ধিকে যে গেস্ট হাউসে রাখা হয়েছিল, সেটিকেই অস্থায়ী জেলে পরিণত করা হয়েছে৷
সোমবার সকাল থেকে উত্তর প্রদেশের সীতাপুরের একটি গেস্ট হাউসে আটক রয়েছেন প্রিয়াঙ্কা। সোমবার সেই গেস্ট হাউসে ঝাড়ু হাতে জঞ্জাল সাফাই করতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে (Priyanka Gandhi)। মঙ্গলবার আরও একটি ভিডিও প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার দাবি, ভিডিওটিতে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র দ্রুত গতিতে গাড়ি চালিয়ে কৃষকদের পিষে দিয়ে যাচ্ছে।
advertisement
advertisement
এই ঘটনার পর প্রিয়াঙ্কা গান্ধি সীতাপুরের গেস্ট হাউসের বসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি প্রশ্ন করেন, "আমি শুনলাম, আপনি উত্তরপ্রদেশে আসছেন। আপনার উত্তরপ্রদেশে আসার অপেক্ষায় রয়েছে এখানকার মানুষ। কিন্তু আপনি কি এই ভিডিওটি (যে ভিডিওতে দেখা যাচ্ছে আন্দোলনরত কৃষকদের পিষে দিয়ে যাচ্ছে কয়েকটি গাড়ি) দেখেছেন ? ছেলেটি এখনও গ্রেফতার হয়নি কেন ? মন্ত্রীর ছেলে এখনও জেলের বাইরে কেন ?"
advertisement
প্রিয়াঙ্কা আরও বলেন, "আমার মত বিরোধী রাজনৈতিক দলের নেতারা যখন লখিমপুর আসতে চাইছেন তখন তাঁদের আপনারা আটক করে রাখছেন। কোনও এফআইআর ছাড়াই দীর্ঘক্ষণ আটকে রাখছেন। অথচ আপনার মন্ত্রিসভার সদস্যের ছেলে আন্দোলনরত কৃষকদের পিষে দিয়ে চলে গেল, তখন কোনও ব্যবস্থা নেওয়া হল না কেন? এর জবাব আপনাকে দিতেই হবে।"
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 5, 2021
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, 'আজাদি কা অমৃত মহোৎসব' উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লখনউ সফরের ঠিক কয়েক মিনিট আগে মোদির উদ্দেশে তিক্ত প্রশ্ন ছুড়ে দিয়েছেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনিকে কেন এখনও বরখাস্ত করা হয়নি, সেই প্রশ্নও তুলেছেন প্রিয়াঙ্কা।
আন্দোলনরত কৃষকদের অভিযোগ লখিমপুর খেরি জেলার কি কোনিয়া এলাকায় রবিবার মন্ত্রীর ছেলে আশিসের গাড়ির কনভয় চাপা দিয়েছে ৪ জন কৃষককে।প্রধানমন্ত্রীকে প্রিয়াঙ্কা গান্ধি স্মরণ করিযে দিয়েছেন , "আজ আপনি যখন 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর মঞ্চে উপস্থিত হবেন, দয়া করে মনে রাখবেন যে আমরা স্বাধীনতা পেয়েছিলাম এই কৃষকদের জন্যই। এমন কি আজকে তাঁদের সন্তানরা আমাদের সীমান্তে পাহারা দিচ্ছেন। গত কয়েক মাস ধরে এই কৃষকরা চরম কষ্টের মধ্যে রয়েছে। তাঁরা দাবি জানিয়ে যাচ্ছেন। অথচ, আপনি চুপ করে আছেন। তাঁদের অবহেলা করছেন।"
advertisement
ভিডিওতে এরপর প্রিয়াঙ্কা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছেন, "আপনার কাছে আমার অনুরোধ আপনি লখিমপুরে আসুন। এখানকার কৃষকদের যন্ত্রণা অনুভব করুন।'
লখনউয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দিন ৭৫ টি নগরোন্নয়ন প্রকল্পের সূচনা করেছেন। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উত্তরপ্রদেশের ৭৫টি জেলার ৭৫০০০ উপভোক্তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ির চাবি তুলে দিয়েছেন। ভার্চুয়ালি তাঁদের সঙ্গে কথাও বলেছেন প্রধানমন্ত্রী। আর এই ইস্যুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির তীব্র সমালোচনা করেছে কংগ্রেস এবং তাদের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।
advertisement
বিরোধীরা বলছেন, মন্ত্রীর ছেলের গাড়ি চাপা পড়ে ৪ কৃষকের মৃত্যু হলেও প্রধানমন্ত্রী সে দিকে ঘুরেও তাকাচ্ছেন না। এমন কি, মন্ত্রীকে বরখাস্ত করার কোনও পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই।যদিও কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পাল্টা তাঁর অভিযোগ, প্রথমে কৃষকরা গাড়িতে পাথর ছুড়তে শুরু করেন, যে কারণেই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 05, 2021 2:02 PM IST