জাতীয় রাজনীতিতে তৃণমূলের সঙ্গে জোট নিয়ে ইতিবাচক ইঙ্গিত রাহুল গান্ধির

Last Updated:

দলের নেতাদের মধ্যে মতবিরোধ । তবে রাজ্য রাজনীতিতে তৃণমূলের সঙ্গেই জোটের পক্ষে ঝুঁকে রাহুল গান্ধি । বঙ্গে কোন পথে কংগ্রেস ?

#নয়াদিল্লি: দলের নেতাদের মধ্যে মতবিরোধ । তবে রাজ্য রাজনীতিতে তৃণমূলের সঙ্গেই জোটের পক্ষে ঝুঁকে রাহুল গান্ধি । বঙ্গে কোন পথে কংগ্রেস ? প্রদেশ নেতাদের মনোভাব বুঝতে বৈঠক ডেকেছিলেন কংগ্রেস সভাপতি । বুঝলেন, যতজন নেতা, ততগুলোই যেন মতামত। জাতীয় রাজনীতির কথা ভেবে তৃণমূলের দিকেই ঝুঁকলেন রাহুল গান্ধি।
একদিকে মোদি বিরোধী মহাজোট ৷ অন্যদিকে রাজ্যে বামেদের সঙ্গে জোট ? ভোটে কী কৌশল নেবে কংগ্রেস ? রাহুল গান্ধির সঙ্গে প্রদেশ নেতাদের বৈঠকের পরেও স্পষ্ট হল না । কিন্তু স্পষ্ট হল কংগ্রেস সভাপতির মনোভাব । তৃণমূলের সঙ্গে জোট নিয়ে অনেকটাই ইতিবাচক রাহুল গান্ধি । বিজেপিকে ঠেকাতেই তৃণমূলের দিকে ঝুঁকে রাহুল গান্ধি ।
advertisement
সূত্রের খবর, বৈঠকে কংগ্রেস নেতাদের দুটি প্রশ্ন করেন রাহুল । রাজ্যে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ কংগ্রেস বা বামেরা নয় । প্রতিপক্ষ বিজেপি । সেক্ষেত্রে তৃণমূলের সঙ্গে যেতে অসুবিধা কোথায় ? পাশাপাশি কংগ্রেস থেকে প্রতিদিন তৃণমূলে চলে যাচ্ছে। কার স্বার্থে তৃণমূলের সঙ্গে জোটের কথা বলছেন ?
advertisement
রাজ্যে বাম না তৃণমূল, কার সঙ্গে জোট গড়বে কংগ্রেস ? সব ছাপিয়ে সে আলোচনাই হয়েছে বেশি। আর তাতেই স্পষ্ট হয়েছে রাজ্যের কংগ্রেস নেতাদের মতবিরোধ ।
advertisement
প্রদেশ কংগ্রেসের অধিকাংশ নেতা তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে। রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভিকে সমর্থন করেছিল তৃণমূল কংগ্রেস। এই সমঝোতাকেই এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করেন প্রদীপ ভট্টাচার্য, আবু হাসেম খান চৌধুরীরা। নিজেদের মতো যুক্তি দিয়েছেন অধীর চৌধুরী, আবদুল মান্নান, সোমেন মিত্ররাও।
তা হলে জোট নিয়ে কী সিদ্ধান্ত হবে? সূত্রের খবর, রাজ্যে বিশেষ পর্যবেক্ষক গৌরব গগৈয়ের সঙ্গে কথা বলেই পরবর্তী পদক্ষেপ করবেন রাহুল গান্ধি। তবে ব্যক্তিগত ভাবে জাতীয় স্তরে রাহুল গান্ধি যে তৃণমূলের সঙ্গেই জোট চান, তা স্পষ্ট এদিনের বার্তায়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জাতীয় রাজনীতিতে তৃণমূলের সঙ্গে জোট নিয়ে ইতিবাচক ইঙ্গিত রাহুল গান্ধির
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement