আজ ফের হাতরসে গ্রামে ঢোকার চেষ্টা করবেন রাহুল, ধর্ষকদেরই পাশে উঁচু জাতের পঞ্চায়েত

Last Updated:

আজ অর্থাত্‍ শনিবার ফের হাতরসে ধর্ষিতার গ্রামে ঢোকার চেষ্টা করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷

#হতরস: ধর্ষিতার পরিবারের সঙ্গে দেখা করতে উত্তরপ্রদেশের হাতরসে ঢুকতে চেয়ে পুলিশের ধাক্কায় মাটিতে পড়ে গিয়েছেন৷ আজ অর্থাত্‍ শনিবার ফের হাতরসে ধর্ষিতার গ্রামে ঢোকার চেষ্টা করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ রাহুলের সঙ্গে থাকবেন ৪০ থেকে ৫০ জন কংগ্রেস সাংসদ৷ থাকবেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও৷ গত বৃহস্পতিবার রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ওই গ্রামে ঢোকার চেষ্টা করেছিলেন৷ কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ তাঁদের আটক করে ও এসকর্ট করে দিল্লি পাঠিয়ে দেয়৷
advertisement
advertisement
হতরসে ১৯ বছরের দলিত যুবতীকে নৃশংস ভাবে ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই গোটা দেশ প্রতিবাদ মুখর৷ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করেছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা৷ অন্যদিকে হাতরসের গ্রামের তথাকথিত সমাজের উচ্চশ্রেণির সদস্য নিয়ে গঠিত পঞ্চায়েত অভিযুক্ত ধর্ষকদেরই পক্ষে দাঁড়িয়েছে৷ একই সঙ্গে এই অপরাধের সিবিআই তদন্তেরও দাবি করা হয়েছে৷
advertisement
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক বিবৃতিতে জানিয়েছেন, মহিলাদের সুরক্ষার বিষয়ে উত্তরপ্রদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ৷ অভিযুক্তদের কড়া শাস্তি হবে৷ ইতিমধ্যেই এসপি, ডিএসপি সহ ৫ পুলিশকর্তাকে সাসপেন্ড করা হয়েছে৷
advertisement
যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করছেন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদও৷ তাঁর কথায়, 'যতক্ষণ না যোগী আদিত্যনাথ পদত্যাগ করছেন এবং সুপ্রিম কোর্টে মামলার বিচার হবে, ততক্ষণ হতরসের ধর্ষিত যুবতী ন্যায় বিচার পাবেন না৷ এই ধর্ষকদের দ্রুত কঠিন সাজা হওয়া উচিত, যাতে অন্যান্যরা এই ধরনের অপরাধ করার আগে দু বার ভাবে৷'
উত্তরপ্রদেশে সরকার ও পুলিশের সমালোচনা করেছেন বিজেপি নেত্রী উমা ভারতীও৷ তিনি উত্তরপ্রদেশ সরকার ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অনুরোধ জানিয়েছেন, হাতরসের ওই গ্রামে সাংবাদিক ও রাজনীতিবিদদে ঢুকতে দেওয়া হোক৷ তাঁদের ধর্ষিত যুবতীর পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়ার অনুমতি দেওয়া উচিত৷
বাংলা খবর/ খবর/দেশ/
আজ ফের হাতরসে গ্রামে ঢোকার চেষ্টা করবেন রাহুল, ধর্ষকদেরই পাশে উঁচু জাতের পঞ্চায়েত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement