'পুঁজিবাদীদের স্বার্থে সাধারণ মানুষের ক্ষতি করেছে সরকার': নোটবন্দি নিয়ে মোদিকে তোপ রাহুলের

Last Updated:

দেশের যুবসমাজ, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সকলকেই বিশাল ক্ষতির মুখে ঠেলে দিয়েছে নোটবন্দি, জানিয়েছেন রাহুল

#নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট জানিয়েছে বাতিল হওয়া নোটের প্রায় ৯৯ শতাংশ ফিরে গিয়েছে ব্যাঙ্কের কাছেই আর সেই নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা । আর এই নোটবন্দি নিয়ে মোদিকে আক্রমণ করলের রাহুল গান্ধি । রাহুল জানিয়েছেন নোটবন্দি এক বিশাল বড় প্রতারণা ছাড়া আর কিছু নয় ।
নোটবন্দি কেবলমাত্র মুষ্টিমেয় কিছু পুঁজিবাদীদের স্বার্থের জন্যই করা হয়েছিল আর তার জন্য দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ মানুষ । দেশের যুবসমাজ, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সকলকেই বিশাল ক্ষতির মুখে ঠেলে দিয়েছে নোটবন্দি, জানিয়েছেন রাহুল । তিনি জানিয়েছেন বিষয়টি নিয়ে ক্ষমা চাওয়ার পরিস্থিতিও নেই প্রধানমন্ত্রীর কারণ মানুষ কোনও ভুল করলে ক্ষমা চায়, কিন্তু নোটবন্দি সম্পূর্ণ পরিকল্পিত এক ঘটনা; ধনীদের সাহায্য করতে হিয়ে সাধারণ জনগণকে ইচ্ছাকৃতভাবে হেনস্থার মুখে ঠেলে দিয়েছেন মোদি ।
advertisement
advertisement
দেশের দুর্নীতিগ্রস্ত শিল্পপতিদের সাহায্য করার জন্য সাধারণ মানুষের পকেট থেকে টাকা নেওয়া হয়েছে যাতে তাঁরা তাদের বেআইনি লেনদেন আরও সহজে করতে পারেন, মন্তব্য করেছেন রাহুল ।
বাংলা খবর/ খবর/দেশ/
'পুঁজিবাদীদের স্বার্থে সাধারণ মানুষের ক্ষতি করেছে সরকার': নোটবন্দি নিয়ে মোদিকে তোপ রাহুলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement