‘CAA দ্বিতীয় নোটবন্দি’, রাহুলের নিশানায় ফের মোদি
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
নোটবন্দির থেকেও বেশি দেশের ক্ষতি করবে সিএএ, দাবি রাহুল গান্ধির।
#নয়াদিল্লি: কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে CAA নিয়ে ফের বিজেপির বিরুদ্ধে সরব রাহুল গান্ধি ৷ নোটবন্দির থেকেও বেশি দেশের ক্ষতি করবে সিএএ, দাবি রাহুল গান্ধির। এর জেরে গরীব মানুষদের এমন ক্ষতি হতে চলেছে যে তারা নোটবন্দিও ভুলে যাবে ৷
পাশাপাশি ডিটেনশন ক্যাম্প নিয়েও নিজের বক্তব্যে অনড় থাকলেন রাহুল। শনিবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে যান রাহুল গান্ধি। সম্প্রতি প্রধানমন্ত্রী দাবি করেন, দেশের কোথাও কোনও ডিটেনশন সেন্টার নেই। বৃহস্পতিবার ট্যুইটে রাহুল গান্ধি দাবি করেন, ডিটেনশন ক্যাম্প নিয়ে মিথ্যা বলছেন প্রধানমন্ত্রী। অসমের গোয়ালপাড়ায় ডিটেনশন ক্যাম্পে রয়েছে বলে ট্যুইট করেন তিনি ৷ শনিবারও নিজের সেই বক্তব্যে অনড় থাকলেন রাহুল।
advertisement
বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ভিডিও ট্যুইট করেন রাহুল। ভিডিওটি অসমের মাটিয়ায় ডিটেনশন ক্যাম্পের। সঙ্গে দিল্লির রামলীলা ময়দানে মোদির ভাষণের একাংশ। যেখানে দেশে কোনও ডিটেনশন ক্যাম্প নেই বলে বুক ঠুঁকে বলেছিলেন প্রধানমন্ত্রী।
advertisement
মিথ্যা খবর ছড়ানোর জন্য, কংগ্রেস ও শহুরে নকশালদের তোপও দেগেছিলেন। অসমের ডিটেনশন ক্যাম্পের ছবি দেখিয়ে, এবার মোদিকেই পাল্টা মিথ্যেবাদী প্রমাণের কৌশল নিলেন রাহুল। যদিও দেশে কোনও ডিটেনশন ক্যাম্পের অস্বিত্ব স্বীকার করতে নারাজ গেরুয়া শিবির।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 28, 2019 12:29 PM IST