'একনায়কতন্ত্র চলছে, পাকিস্তান-আফ্রিকায় এমন হয়', বিজেপিকে তোপ রাহুলের
Last Updated:
বিজেপি'র আমলে দেশটা পাকিস্তানের মতো হয়ে যাচ্ছে। প্রতিটি সাংবিধানিক পদে সঙ্ঘের লোক বসিয়ে দেশকে কব্জা করার চেষ্টা চলছে।
#বেঙ্গালুরু: বিজেপি'র আমলে দেশটা পাকিস্তানের মতো হয়ে যাচ্ছে। প্রতিটি সাংবিধানিক পদে সঙ্ঘের লোক বসিয়ে দেশকে কব্জা করার চেষ্টা চলছে। কর্নাটক ভোটের পর প্রথম প্রতিক্রিয়াতেই মারাত্মক অভিযোগ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির। তাঁর অভিযোগ, ইয়েদুরাপ্পাকে সরকার গড়তে ডেকে সংবিধানের অপমান করেছেন রাজ্যপাল ভাজুভাই ভালা।
সনিয়ার চালে কর্নাটকে ব্যাকফুটে চলে গিয়েছিল বিজেপি। কিন্তু তারপরই কামব্যাক। মধ্যরাতে সুপ্রিম কোর্টের শুনানি আর তারপর সকালে বিএস ইয়েদুরাপ্পার শপথের পর মুখ খুললেন কংগ্রেস সভাপতি। বৃহস্পতিবার রায়পুরে কংগ্রেস সভাপতি জানান,
পাকিস্তান ও আফ্রিকার দেশগুলিতে এমন হয়। সত্তর বছরে এই প্রথম বার ভারতে এমন ছবি দেখতে হচ্ছে। বিজেপির নেতৃত্বে একনায়কতন্ত্র চলছে। সাংবিধানিক পদে সঙ্ঘের লোক বসিয়ে দেশকে কব্জা করতে চাইছে বিজেপি।
advertisement
advertisement
বিজেপিকে বিঁধতে রায়পুরে কৃষকদের সভায় রাহুলের হাতিয়ার সম্প্রতি সুপ্রিম কোর্টে বিচারপতিদের বিদ্রোহ।
রাহুলের মন্তব্যকে পালটা ফিরিয়ে দিয়েছে বিজেপি। ইতিহাসের পাতা ঘেঁটে গেরুয়া শিবির তুলে ধরেছে উনিশশো ছেষট্টি সালে রাজস্থান বিধানসভার ফল। ইন্দিরা জমানায় কী ভাবে মরু রাজ্যে ক্ষমতায় এসেছিল কংগ্রেস, সেই পরিসংখ্যান দিয়েই পালটা আক্রমণ বিজেপি'র।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2018 10:25 AM IST