Rahul Gandhi| ভারতে লকডাউন কী ভাবে ব্যর্থ, ৫টি গ্রাফ দিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের

Last Updated:

৫টি গ্রাফ দিয়ে দেখিয়ে দিলেন, লকডাউনের পরেও কী ভাবে ভারতে করোনা ভাইরাস অতিমারি পরিস্থিতি বেড়েছে৷

#নয়াদিল্লি: দেশজুড়ে লকডাউন করেও করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি৷ কেন্দ্রের লকডাউন সিদ্ধান্ত সম্পূর্ণ ভাবে ব্যর্থ৷ কেন্দ্রীয় সরকারকে এভাবেই আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ ৫টি গ্রাফ দিয়ে দেখিয়ে দিলেন, লকডাউনের পরেও কী ভাবে ভারতে করোনা ভাইরাস অতিমারি পরিস্থিতি বেড়েছে৷
advertisement
একটি ট্যুইটে ৫টি গ্রাফ পোস্ট করেছেন রাহুল৷ ইউরোপের বিভিন্ন দেশে লকডাউন ও ভারতে লকডাউনের একট তুলনা টানা হয়েছে গ্রাফে৷ রাহুল গান্ধির পোস্ট করা গ্রাফে দেখা যাচ্ছে, লকডাউনের ফলে ইতালি, স্পেন, জার্মানি ও ব্রিটেনে করোনা ভাইরাস সংক্রমণের হার কমে গিয়েছে৷ সেখানে ভারতে উল্টে বেড়েছে৷ ক্যাপশনে লিখেছেন, 'এই ভাবেই ভারতে লকডাউন সম্পূর্ণ ব্যর্থ৷'
advertisement
প্রসঙ্গত, ভারতে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি প্রতিদিন লাফিয়ে বাড়ছে৷ বিশ্বের ১০টি সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় রয়েছে ভারত৷ দেশে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ মৃত্যু ৬ হাজার ৬৪২৷ গত ২৪ মার্চ দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রথম দফার লকডাউনের শেষে ধীরে ধীরে কিছু ক্ষেত্র বাছাই করে লকডাউন শিথিল করা হয়৷
advertisement
আপাতত আনলক ১ চালু হয়েছে৷ অর্থাত্‍ অর্থনীতির বেশির ভাগ ক্ষেত্রই খুলে যাচ্ছে৷ কন্টেইনমেন্ট জোনের বাইরে খুলছে শপিং মল, ধর্মীয় স্থান৷ খুলে গিয়েছে সব দোকানপাটও৷ চালু হয়েছে ঘরোয়া বিমান পরিষেবা৷
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi| ভারতে লকডাউন কী ভাবে ব্যর্থ, ৫টি গ্রাফ দিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement