'সফটওয়্যার ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হচ্ছে...' বিস্ফোরক রাহুল, নির্বাচন কমিশনকে দিলেন ৭ দিন সময়!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Rahul Gandhi: এবার জাতীয় নির্বাচন কমিশনকে সময় বেঁধে দিলেন রাহুল গান্ধি। কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রের তথ্য তুলে ধরে জাতীয় নির্বাচন কমিশনকে সাত দিনের মধ্যে জবাব দিতে বললেন রাহুল।
নয়াদিল্লি: এবার জাতীয় নির্বাচন কমিশনকে সময় বেঁধে দিলেন রাহুল গান্ধি। কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রের তথ্য তুলে ধরে জাতীয় নির্বাচন কমিশনকে সাত দিনের মধ্যে জবাব দিতে বললেন রাহুল।
কর্নাটক-সহ একাধিক রাজ্যে ভোট চুরির অভিযোগে আজ বিস্ফোরক দাবি করেন রাহুল গান্ধি।
রাহুল গান্ধি অভিযোগ করেন সফটওয়্যার ব্যবহার করে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হচ্ছে।
advertisement
advertisement
তাঁর দাবি, টার্গেটেড ভাবে কংগ্রেস এবং বিরোধীদের সমর্থক, গরিব ও দলিত ভোটারের নামই বেশি বাদ পড়ছে। অথচ, যাঁর নাম বাদ যাচ্ছে এবং যিনি নাম বাদ দিচ্ছেন তাঁদের কেউই জানেন না সে ব্যপারে। এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠকে সাক্ষ্য প্রমাণ সশরীরে হাজির করেন রাহুল।
advertisement
কর্নাটকের সিইও ও সিআইডি তদন্ত চালাচ্ছে, কিন্তু সিআইডির তরফে ১৮ বার জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েও সিআইডি পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না বলে রাহুলের অভিযোগ। জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এক সপ্তাহের মধ্যে সমস্ত প্রমাণসাপেক্ষ তথ্য সামনে প্রকাশ করতে বলেন এদিন রাহুল। আর তিনি যদি সেটা না করেন, তাহলে ভোট যাঁরা চুরি করছে তাঁদের জ্ঞানেশ কুমার লুকোতে চাইছেন বলে দেশের মানুষকে ধরে নিতে হবে বলে এদিন বিস্ফোরক মন্তব্য করেন রাহুল গান্ধি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 18, 2025 1:02 PM IST







