Rahul Gandhi: হাথরস পদপিষ্ট কাণ্ডে স্বজনহারাদের সঙ্গে সাক্ষাৎ রাহুলের, দোষীকে ধরিয়ে দিতে লক্ষ টাকা পুরস্কার ঘোষণা

Last Updated:

Rahul Gandhi: শুক্রবার সকাল সকাল উত্তরপ্রদেশের আলিগড়ে পৌঁছন লোকসভার বিরোধী দলনেতা, রায়বরেলির সাংসদ রাহুল গান্ধি। হাথরসে যাওয়ার পথে আলিগড়ের পিলাখনা গ্রামে গিয়ে দুর্ঘটনায় মৃত ও আহতদের আত্মীয়দের সঙ্গে দেখা করেন রাহুল।

রাহুল গান্ধি
রাহুল গান্ধি
আলিগড়: শুক্রবার সকাল সকাল উত্তরপ্রদেশের আলিগড়ে পৌঁছন লোকসভার বিরোধী দলনেতা, রায়বরেলির সাংসদ রাহুল গান্ধি। হাথরসে যাওয়ার পথে আলিগড়ের পিলাখনা গ্রামে গিয়ে দুর্ঘটনায় মৃত ও আহতদের আত্মীয়দের সঙ্গে দেখা করেন রাহুল। স্বজনহারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাহুল। এদিন বিরোধী দলনেতার সামনে কান্নায় ভেঙে পড়েন স্বজনহারারা। আলিগড়ের পরেই হাথরসেও যাবেন রাহুল। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করবেন।
মৃতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন রাহুল গান্ধী। কীভাবে এই ঘটনা ঘটল, সেই বিষয়েও জানার চেষ্টা করেন রাহুল। উল্লেখ্য, হাথরসে ‘সৎসঙ্গ’ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১২১ জনের। মৃতদের বেশিরভাগই শিশু এবং মহিলা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার ‘চরণরাজ’ বা চরণধুলি স্পর্শ করতে গিয়েই এমন ঘটনা ঘটেছে। এদিকে ঘটনার পর থেকেই বেপাত্তা রয়েছেন সেই বিতর্কিত ভোলে বাবা।
advertisement
advertisement
বৃহস্পতিবারই এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ৬ জনের মধ্যে ২ জন মহিলা এবং ৪ জন পুরুষ। ধৃতরা সৎসঙ্গের স্বেচ্ছাসেবী ছিলেন বলেই সূত্রের খবর। আলিগড় রেঞ্জের পুলিশ আইজি, শলভ মাথুর জানিয়েছেন, প্রধান অভিযুক্ত দেবপ্রকাশ মধুকর এখনও পলাতক। পুলিশ তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। তার বিরুদ্ধে একটি জামিন অযোগ্য ধারায় পরোয়ানাও জারি করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: হাথরস পদপিষ্ট কাণ্ডে স্বজনহারাদের সঙ্গে সাক্ষাৎ রাহুলের, দোষীকে ধরিয়ে দিতে লক্ষ টাকা পুরস্কার ঘোষণা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement