ভারত জোড়ো যাত্রায় হঠাৎ নাচ রাহুল গান্ধির! ট্যুইটারে ভাইরাল হল সেই ভিডিও
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
রাহুল গান্ধি নিজে তাঁর ট্যুইটার হ্যান্ডেল থেকে এই নৃত্যের একটি ভিডিও পোস্ট করেন, যা ভাইরাল হয়৷
#হায়দরাবাদ: ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে অনেকদিন আগে থেকেই৷ এ বার হায়দরাবাদে এই যাত্রায় অংশ নিয়ে নাচলেন কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধি৷ তেলেঙ্গানায় ভারত জোড়ো যাত্রায় অংশ নেওয়ার কথা ছিল রাহুলে৷ সেখানে তিনি উপস্থিতও হন৷ তার পরেই স্থানীয় লোকনৃত্যে অংশ নিতে দেখা যায় রাহুল গান্ধিকে৷ এই বিশেষ নাচটির নাম ‘কোম্মু কোয়া’৷ এটি তেলঙ্গানার আদিবাসী নৃত্য৷
जनता का बस वही दुःखहर्ता है, जो जनता के रंग में रंग जाए।
तेलंगाना से आया ये दृश्य सब बयां कर रहा है।#BharatJodoYatra pic.twitter.com/AMtHHxtwXK — Congress (@INCIndia) October 29, 2022
advertisement
রাহুল গান্ধি নিজে তাঁর ট্যুইটার হ্যান্ডেল থেকে এই নৃত্যের একটি ভিডিও পোস্ট করেন, যা ভাইরাল হয়৷ তিনি লেখেন, ‘আমাদের দেশের সময়াতীত সংস্কৃতি ও বৈচিত্র্যের ধারক এই আদিবাসী সংস্কৃতি৷ কোমু কোয়া আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে পা মিলিয়ে উপভোগ করলাম৷ তাঁদের শিল্প তাঁদের মূল্যবোধকে প্রকাশ করে, যে মূল্যবোধ আমাদের শিখতে হবে, সংরক্ষণ করতে হবে৷’
advertisement
আরও পড়ুন: স্থগিত নবান্নের বৈঠক, মুখোমুখি হচ্ছেন না শাহ- মমতা
রাহুল গান্ধির মাথায় ছিল একটি আদিবাসী পাগড়ি৷ একেবারে মাটির সংস্কৃতিতে মিশে গিয়ে এই অনুষ্ঠান উপভোগ করলেন রাহুল গান্ধি৷ গত সেপ্টেম্বর মাসের ৭ তারিখে ভারত জোড়ো যাত্রার কর্মসূচি শুরু করে কংগ্রেস৷
advertisement
ভারতের ইতিহাসে কোনও ভারতীয় রাজনৈতিক দলের নেতাদের এটি সর্বোচ্চ পথ পরিক্রমা বলে দাবি করা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে৷ ইতিমধ্যে তামিলনাড়ু, কেরল, কর্ণাটক ও অন্ধপ্রদেশ পেরিয়ে এসেছে এই যাত্রা৷ এর পর এর গন্তব্য মহারাষ্ট্র৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2022 8:32 PM IST