Rahul Gandhi: 'সাহায্য নয়, কর্তব্য...', পুঞ্চের মানুষদের জন্য বড় আবেদন রাহুলের, প্রধানমন্ত্রীকে লিখলেন চিঠি

Last Updated:

Rahul Gandhi: "পুঞ্চের মানুষের কষ্ট শুধু সেখানে গেলেই অনুভব করা যায়, ভাঙাচোরা ঘরবাড়ি এবং বিধ্বস্ত জনজীবন সত্ত্বেও, তাঁরা এক হয়ে দাঁড়িয়ে আছেন", এভাবেই পুঞ্চের মানুষের যন্ত্রনার কথা উল্লেখ করে তাঁদের সাহায্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন রাখলেন বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

রাহুল গান্ধি
রাহুল গান্ধি
নয়াদিল্লি: “পুঞ্চের মানুষের কষ্ট শুধু সেখানে গেলেই অনুভব করা যায়, ভাঙাচোরা ঘরবাড়ি এবং বিধ্বস্ত জনজীবন সত্ত্বেও, তাঁরা এক হয়ে দাঁড়িয়ে আছেন”, এভাবেই পুঞ্চের মানুষের যন্ত্রনার কথা উল্লেখ করে তাঁদের সাহায্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন রাখলেন বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
পুঞ্চ-সহ সীমান্তবর্তী এলাকায় পাক শেলিংয়ে নিহত, আহত এবং ঘর হারানো মানুষদের জন‍্য পুনর্বাসন প‍্যাকেজ দেওয়ার জন‍্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। “উদারতা ও দ্রুততার সঙ্গে ত্রাণ ও পুনর্বাসন প্যাকেজ” দাবি করে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন কংগ্রেস নেতা।
advertisement
advertisement
রাহুল তাঁর ইউটিউব চ্যানেলে তাঁর পুঞ্চ সফরের বিবরণ হিসেবে একটি তথ্যচিত্র ভিডিও আপলোড করেছেন, সেখানে তিনি স্থানীয়দের সঙ্গে দেখা করেন এবং মতবিনিময় করেন। এই মাসের শুরুতে পুঞ্চে পাকিস্তানি গোলাগুলিতে মোট চৌদ্দ জন নিহত এবং বহু মানুষ আহত হন – যাদের মধ্যে চারজন শিশুও ছিল।
advertisement
advertisement
রাহুল গান্ধি তাঁর বিবরণে ভিডিও শিরোনামে লেখেন, “পুঞ্চের অনেক ভুক্তভোগী বলেছেন যে তাঁদের বছরের পর বছর ধরে করা কঠোর পরিশ্রম এবং সঞ্চয় এক ধাক্কায় ছাই হয়ে গিয়েছে। এটি আমাদের দেশের নাগরিকদের উপর নেমে আসা একটি বিশাল বিপর্যয়। এই সাহসী দেশপ্রেমিক পরিবারগুলি সর্বদা সাহস, মর্যাদা এবং দৃঢ়তার সঙ্গে সীমান্ত অঞ্চলে যুদ্ধের সবচেয়ে বড় ধাক্কা সহ্য করেছে। আমি তাঁদের সাহস এবং দেশপ্রেমকে স্যালুট জানাই”।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: 'সাহায্য নয়, কর্তব্য...', পুঞ্চের মানুষদের জন্য বড় আবেদন রাহুলের, প্রধানমন্ত্রীকে লিখলেন চিঠি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement