Rahul Gandhi: 'যে কোনও মূল্য চোকাতে তৈরি', সাংসদ পদ বাতিলের পরে কী করবেন? বুঝিয়ে দিলেন রাহুল

Last Updated:

আইনি পথে লড়াইয়ের পাশাপাশি এবং রাজনৈতিক ভাবে রাহুলের উপর হওয়া এই অন্যায়ের প্রতিবাদ করা হবে ঘোষণা করেছে কংগ্রেস নেতৃত্ব৷

রাহুল গান্ধি৷
রাহুল গান্ধি৷
দিল্লি: সাংসদ পদ বাতিলের পর মুখ খুললেন রাহুল গান্ধি৷ সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ট্যুইটারে পোস্ট করে রাহুল লিখেছেন, 'ভারতের আওয়াজের জন্য আমি লড়াই করছি৷ যে কোনও মূল্য চোকানোর জন্য আমি প্রস্তুত৷'
তিন বছর আগে মোদি পদবী নিয়ে করা মন্তব্যের জেরে গতকাল রাহুল গান্ধিকে ২ বছরের কারাবাসের সাজা দেয় সুরাতের একটি আদালত৷ এর পর আজই রাহুল গান্ধির লোকসভার সদস্যপদ খারিজ করার নির্দেশ জারি করেছন লোকসভার স্পিকার৷ জনপ্রতিনিধিত্বমূলক আইনের উল্লেখ করেই এই শাস্তি দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
রাহুল গান্ধির সাংসদ পদ বাতিলের সঙ্গে সঙ্গে তাঁর লোকসভা কেন্দ্র কেরলের ওয়ানাডকেও সাংসদ শূন্য বলে ঘোষণা করেছে লোকসভার সচিবালয়৷ ওই আসনটির জন্য এখন বিশেষ পরিস্থিতিতে উপনির্বাচনের ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন৷ সাংসদ পদ হারানোয় দিল্লিতে নিজের সাংসদ বাংলোও ছেড়ে দিতে হবে রাহুলকে৷ তার জন্য এক মাস সময় পাবেন তিনি৷
advertisement
যদিও এই সিদ্ধান্তের পাল্টা সরব হয়েছে কংগ্রেস৷ আইনি পথে লড়াইয়ের পাশাপাশি এবং রাজনৈতিক ভাবে রাহুলের উপর হওয়া এই অন্যায়ের প্রতিবাদ করা হবে ঘোষণা করেছে কংগ্রেস নেতৃত্ব৷ কংগ্রেসের অভিযোগ, রাহুল যেহেতু মোদি সরকারের সামনে কঠিন প্রশ্ন তুলছিলেন, তাই তাঁকে চুপ করিয়ে দিতে এই ষড়যন্ত্র করা হয়েছে৷ যদিও রাহুলের সাংসদ পদ বাতিলের সিদ্ধান্ত সম্পূর্ণ আইন মেনেই নেওয়া হয়েছে বলে দাবি করেছে বিজেপি৷
advertisement
রাহুলকে সাজা দিলেও একই সঙ্গে জামিনও দেয় সুরাতের আদালত৷ পাশাপাশি তিরিশ দিনের মধ্যে তাঁকে উচ্চ আদালতে আবেদন করার সুযোগও দেন বিচারক৷ যদিও আইন অনুযায়ী, কোনও সাংসদ ২ বছর অথবা তার বেশি সময়ের জন্য জেলের সাজায় দণ্ডিত হলে তাঁর সাংসদ পদই বাতিল হয়ে যাবে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: 'যে কোনও মূল্য চোকাতে তৈরি', সাংসদ পদ বাতিলের পরে কী করবেন? বুঝিয়ে দিলেন রাহুল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement