Rahul Gandhi: ‘মিথ‍্যে প্রতিশ্রুতি দিয়েছেন, দু'জনেই ব‍্যর্থ’! মোদি, কেজরিওয়ালকে একযোগে আক্রমণ রাহুলের

Last Updated:

Rahul Gandhi: শিয়রে দিল্লি নির্বাচন। তার আগেই প্রধানমন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে একযোগে আক্রমণ কংগ্রেস নেতা রাহুল গান্ধির।

‘মিথ‍্যে প্রতিশ্রুতি দিয়েছেন, দু'জনেই ব‍্যর্থ’! মোদি, কেজরিওয়ালকে একযোগে আক্রমণ রাহুলের
‘মিথ‍্যে প্রতিশ্রুতি দিয়েছেন, দু'জনেই ব‍্যর্থ’! মোদি, কেজরিওয়ালকে একযোগে আক্রমণ রাহুলের
নয়াদিল্লি: শিয়রে দিল্লি নির্বাচন। তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে একযোগে আক্রমণ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। সোমবার দিল্লির সিলামপুরে দিল্লির নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় জাতি-ভিত্তিক জনগণনা প্রসঙ্গে বিজেপি এবং আপ উভয়ের বিরুদ্ধেই তোপ দাগলেন রাহুল। ‘মোদি এবং কেজরিওয়াল’ দু’জনেই ‘মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন’, বলে উল্লেখ করেন কংগ্রেস নেতা।
রাহুল গান্ধি বলেন, “..প্রধানমন্ত্রী মোদি এবং এএপি জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এমনকি জাতি-ভিত্তিক জনগণনা নিয়েও কথা বলেন না। উভয়েই চায় পিছিয়ে পড়া সম্প্রদায়, দলিত, উপজাতি এবং সংখ্যালঘুরা যাতে তাদের অধিকার না পায়… আপনাদের প্রধানমন্ত্রী মোদী এবং অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসা করা উচিত যে তারা জাতি-ভিত্তিক জনগণনাকে সমর্থন করেন কি না… দিল্লিতে কংগ্রেস সরকার গঠনের পর, আমরা দেশের পুঁজিতেই জাতি-ভিত্তিক জনগণনা পরিচালনা করব”।
advertisement
আরও পড়ুন: বাজার থেকে ভুলেও কিনবেন না এই ৫ মাছ! ভেতরে গিয়েই ঝাঁঝরা করছে শরীর
मोदी और केजरीवाल दोनों नहीं चाहते कि दलितों, पिछड़ों, आदिवासियों और अल्पसंख्यकों को उनका हक़ मिले।
advertisement
सिर्फ कांग्रेस ही समान भागीदारी और संविधान की रक्षा के लिए लगातार आवाज़ उठा रही है।
आप सभी दिल्लीवासी इस फर्क को समझिए! pic.twitter.com/61cJ36iDOX
advertisement
— Rahul Gandhi (@RahulGandhi) January 13, 2025
ইন্ডিয়া জোটের অংশীদার আপকে এদিনের প্রচারে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাহুল। ক্রমবর্ধমান দূষণ, দুর্নীতি এবং মুদ্রাস্ফীতি সত্ত্বেও “মোদির মতো প্রচার এবং মিথ্যা প্রতিশ্রুতির কৌশল” অনুসরণ করছেন বলে তোপ দাগলেন কংগ্রেস নেতা।
রাহুল বলেন, “আপনাদের কি মনে আছে সেই দিল্লি যখন শীলা দীক্ষিত দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন? … অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন তিনি দিল্লিকে পরিষ্কার করবেন, দুর্নীতিমুক্ত করবেন। দিল্লিতে এত দূষণ… অরবিন্দ কেজরিওয়াল কি দিল্লিকে দুর্নীতিমুক্ত করেছেন? অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী মোদীর মতোই প্রচারণা চালান এবং জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেনন,” গান্ধী বলেছিলেন, কংগ্রেস যদি দিল্লিতে সরকার গঠন করে তবে কংগ্রেস রিজার্ভেশন ক্যাপ বাড়াবে।
advertisement
দিল্লিতে ফের কংগ্রেস সরকার এলে শীলা দীক্ষিতের জমানার মতোই ফিরবে উন্নয়ন, ঘোষণা রাহুলের। “কংগ্রেস যা করেছে তা কেজরিওয়াল বা বিজেপি কেউই করতে পারে নি,” এদিন বলেন রাহুল গান্ধি।
advertisement
आज राहुल गांधी जी दिल्ली आए। उन्होंने मुझे बहुत गालियाँ दीं। पर मैं उनके बयानों पर कोई टिप्पणी नहीं करूँगा।
उनकी लड़ाई कांग्रेस बचाने की है, मेरी लड़ाई देश बचाने की है।
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 13, 2025
প্রসঙ্গত, রাহুলের বক্তব্য নিয়ে বিশেষ কোনও প্রতিক্রিয়া দেননি অরবিন্দ কেজরিওয়াল। তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে বলেন, “আজ রাহুল গান্ধী দিল্লি এসেছেন। আমাকে অনেক গালাগালি দিয়েছে। তবে তাঁর বক্তব্য নিয়ে আমি কোনও মন্তব্য করব না। ওনার লড়াই কংগ্রেসকে বাঁচানোর জন্য, আমার লড়াই দেশকে বাঁচানোর জন্য,”। আগামী ৫ ফেব্রুয়ারির নির্বাচন হতে চলেছে দিল্লিতে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: ‘মিথ‍্যে প্রতিশ্রুতি দিয়েছেন, দু'জনেই ব‍্যর্থ’! মোদি, কেজরিওয়ালকে একযোগে আক্রমণ রাহুলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement