‘অল্প বিদ্যা ভয়ঙ্করী !’ কেন্দ্রকে তীব্র কটাক্ষ রাহুলের
Last Updated:
#নয়াদিল্লি: ‘অল্প বিদ্যা ভয়ঙ্করী ৷’ এই প্রবাদটা আমাদের কমবেশি সকলেরই জানা ! এবার রাজনৈতিক মহলই তোলপাড় হয়ে গিয়েছে এই প্রবাদ বাক্যে ৷ রবিবার সকালে সোশ্যাল মিডিয়াতে এই প্রবাদেই কেন্দ্রকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷
সম্প্রতি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের তরফে ৷ সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, উচ্চশিক্ষা অর্থাৎ পিএইচডির জন্য যেকোনও জাতীয়তাবাদ সংক্রান্ত বিষয়ের উপরই প্রাধান্য দিতে হবে ৷ এক্ষেত্রে পড়ুয়াদেরকে বিষয় বাছাই করেও দেবে বিশ্ববিদ্যালয় ৷ সেই সমস্ত বিষয় বাছাই করেই গবেষণা করতে হবে ৷ এই নয়া বিজ্ঞপ্তি জারির পরই নয়া নিয়মের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ করেন কেরল বিশ্ববিদ্যালয়ের ইংরেজির প্রফেসর ডক্টর মীনা টি পিল্লাই ৷
advertisement
এই প্রসঙ্গটিকে হাতিয়ার করেই রাহুল গান্ধি দাবি করেন, ‘এবার দেশের জ্ঞানী প্রধানমন্ত্রী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরাই কী ঠিক করে দেবেন দেশের বুদ্ধিজীবিরা কীভাবে কাজ করবেন ?’ একইসঙ্গে তিনি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভেড়করকে কটাক্ষ করে বলেন, ‘অল্প বিদ্যা ভয়ঙ্করী ৷ এতদিন এটি একটি কথার কথা জানতান ৷ কিন্তু আজ এটি একেবারে সত্য প্রমাণিত হল ৷’
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 24, 2019 2:58 PM IST