Narendra Modi: আম্বেদকর মন্তব্যে ঝড় রাজ্যসভা-লোকসভায়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে রাহুল-খাড়গে

Last Updated:

অমিত শাহের পদত্যাগ এবং ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয় কংগ্রেসের পক্ষ থেকে। এর মাঝেই লোকসভা এবং রাজ্য সভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের প্রধান দুই মুখ রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে এইদিন দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।

মোদির সঙ্গে সাক্ষাত রাহুল-খাড়গের। ছবি - পিটিআই
মোদির সঙ্গে সাক্ষাত রাহুল-খাড়গের। ছবি - পিটিআই
নয়াদিল্লি: রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য ঘিরে চরম শোরগোল শুরু হয় বুধবার। সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরকে নিয়ে ‘আপত্তিজনক’ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনটাই দাবি তোলেন কংগ্রেস সাংসদরা। অমিত শাহের পদত্যাগ এবং ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয় কংগ্রেসের পক্ষ থেকে। এর মাঝেই লোকসভা এবং রাজ্য সভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের প্রধান দুই মুখ রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে এইদিন দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।
অমিত শাহের মন্তব্যের পরেই মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি সমাজমাধ্যমে লিখেছিলেন, কংগ্রেস নিজেদের ”মিথ্যা চাপা দেওয়ার চেষ্টা করলে তা ভুল হবে”। এরপরেই বিরোধী দুই দলনেতা দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে।
advertisement
advertisement
বুধবার রাজ্যসভায় সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর প্রসঙ্গে অমিত শাহের মন্তব্যের পরেই কংগ্রেসের বিরুদ্ধে আগ্রাসী আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এইদিন অমিত শাহের মন্তব্যের পক্ষে নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন মোদি। তিনি লেখেন, “কংগ্রেস তাঁদের পচে যাওয়া সমাজ ব্যবস্থায় থেকে যদি মনে করে মিথ্যা দিয়ে বহু বছর ধরে তাঁদের ভুল গুলো ঢেকে রাখবে তাহলে তাঁরা ভুল করছে। বিশেষ করে তাঁরা যদি মনে করে ডঃ আম্বেদকরের দৃষ্টিভঙ্গির প্রতি যে অপমান তাঁরা করেছে তা শুধু মিথ্যা দিয়ে ঢেকে রাখবে তাহলে চরম ভুল করছে।” নিজের এক্স হ্যান্ডলে ঠিক এই ভাষাতেই কংগ্রেসের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন মোদি। তিনি আরও লেখেন, “ভারতবর্ষের মানুষ দেখেছেন একটা সময় শুধু একটাই দল এবং একটাই পরিবার নানান অছিলায় বাবা সাহেব আম্বেদকরের দৃষ্টিভঙ্গিকে এবং তফশিলি জাতি/উপজাতি সম্প্রদায়ের মানুষদের উপর কীভাবে অপমান করেছেন।”
advertisement
নরেন্দ্র মোদির এ হেন পোস্টের পর রাহুল-খাড়গের সাক্ষাত বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: আম্বেদকর মন্তব্যে ঝড় রাজ্যসভা-লোকসভায়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে রাহুল-খাড়গে
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement