'ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে মনে থাকবে,' সোমেন মিত্রের মৃত্যুতে ট্যুইট রাহুলের
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
রাহুল গান্ধি ট্যুইটারে লেখেন, 'সোমেন মিত্র মনে থাকবেন ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে৷ সোমেন মিত্রের পরিবার ও পরিজনের পাশে আছি এই কঠিন সময়ে৷'
#নয়াদিল্লি: 'ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে উনি মনে থাকবেন,' প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে এ ভাবেই শ্রদ্ধা জ্ঞাপন করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ বৃহস্পতিবার সকালে রাহুল গান্ধি ট্যুইটারে লেখেন, 'সোমেন মিত্র মনে থাকবেন ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে ৷ সোমেন মিত্রের পরিবার ও পরিজনের পাশে আছি এই কঠিন সময়ে ৷'
All my love and support to family and friends of Somen Mitra at this difficult time. We will remember him with love, fondness and respect. pic.twitter.com/k1muPvycgT
— Rahul Gandhi (@RahulGandhi) July 30, 2020
advertisement
বুধবার গভীর রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের ৷ রাত ১টা ৫০ নাগাদ বর্ষীয়ান কংগ্রেস নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷
advertisement
সোমেন মিত্রের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও ৷ ট্যুইটারে তিনি লিখেছেন, 'প্রদেশ কংগ্রেস সভাপতি খানিকক্ষণ আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ রাজনীতিতে বড় ক্ষতি ৷ দাদার পরিবারের প্রতি আমি সমব্যথী৷ সাংবিধানিক প্রধান হিসেবে ওঁর থেকে খুবই ভাল পরামর্শ পেয়েছি বিভিন্ন ঘটনায়৷'
Saddened at the death of veteran Congress Leader Somen Mitra. As constitutional head was enormously benefited by his wise counsel on several occasions.
Bengal will always recall his sagacious contributions in public life. Pray ALMIGHTY to bestow eternal on the departed soul. — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 30, 2020
advertisement
দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছিলেন সোমেন মিত্র৷ সঙ্গে কিডনির সমস্যাও ছিল৷ এর আগেও দিল্লির এইমসে (AIIMS) ভর্তি হয়েছিলেন৷ গত ২১ জুলাই শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়৷ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়৷ ডাক্তাররা জানান, শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গিয়েছে৷ ডায়ালিসিস শুরু হয়৷ করোনা পরীক্ষায় অবশ্য রিপোর্ট নেগেটিভ আসে৷
advertisement
কয়েক দিন ধরে চিকিত্সায় সাড়াও দিচ্ছিলেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা৷ শনিবার থেকে কিডনির সমস্যা বাড়তে শুরু করে৷ মঙ্গলবারও ডাক্তাররা জানান, চিকিত্সায় ভাল সাড়া দিচ্ছেন তিনি৷ বুধবার রাতে হঠাত্ অবস্থা খারাপ হতে শুরু করে৷ রাত ১টা ৫০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ কংগ্রেসের তরফে রাতেই ট্যুইট করে সোমেন মিত্রকে শ্রদ্ধা জানানো হয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 30, 2020 9:10 AM IST