‘সাধারণ মানুষ বিমা এজেন্টদের যেভাবে সময় দেন’ রাহুলের সঙ্গে অভিষেকের বৈঠক নিয়ে তোপ অধীরের
- Published by:Debalina Datta
- Written by:Rajib Chakraborty
Last Updated:
Rahul Gandhi and Abhishek Banerjee: রাহুল-অভিষেকের বৈঠককে তীব্র কটাক্ষ৷ অধীরের অধীরের কথায়, "সাধারণ মানুষ বিমা এজেন্টদের যেভাবে সময় দেন, বাড়িতে ডাকেন সেভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সময় দিয়েছেন রাহুল গান্ধি।"
নয়াদিল্লি : ইন্ডিয়া জোটের (India Alliance) বৈঠকের মধ্যেই রাহুল গান্ধির সঙ্গে অভিষেক বন্দ পাধ্যায় বৈঠককে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদককে গুরুত্ব না দেওয়ার কারণেই তাঁর সঙ্গে সকাল সাড়ে ৬ টায় বৈঠক করেছেন রাহুল গান্ধি।
অধীরের কথায়, “সাধারণ মানুষ বিমা এজেন্টদের যেভাবে সময় দেন, বাড়িতে ডাকেন সেভাবেই অভিষেক বন্দোপাধ্যায়কে সময় দিয়েছেন রাহুল গান্ধি।” প্রসঙ্গত, উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টায় সোনিয়া গান্ধির বাড়ি ১০ জনপথে রাহুল গান্ধির বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে মুম্বই উড়ে যান অভিষেক। এদিকে, ইন্ডিয়া জোট আরও বাড়ল দলের সংখ্যা৷ ২৬ থেকে বিরোধী জোটে দলের সংখ্যা হল ২৮৷
advertisement
advertisement
আগামী কয়েকদিনে আরও কয়েকটি দল ইন্ডিয়া জোটে যোগ দিতে পারে বলেও খবর৷ এর মধ্যে উল্লেখযোগ্য বিজেপি-র প্রাক্তন শরিক শিরোমণি অকালি দল৷ মুম্বইয়ে থেকেই ফের নিজেদের মধ্যে আলোচনায় বসেছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলির নেতারা৷ বৈঠকে উপস্থিত রয়েছেন সনিয়া গান্ধি, রাহুল গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, লালুপ্রসাদ যাদব সহ অধিকাংশ বিরোধী জোটের নেতারা৷
advertisement
আরও পড়ুন – Weather Alert: বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ২ টি ঘূর্ণাবর্ত, ফের তৈরি হচ্ছে আরেকটি, বাংলার আবহাওয়ায় তোলপাড়
প্রাথমিক ভাবে এদিনের বৈঠকে একটি সমন্বয় কমিটি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যেখানে থাকবেন ১১ জন সদস্য৷ এই কমিটির আহ্বায়ক হতে পারেন একাধিক নেতা। তাঁদের মধ্যে দৌড়ে এগিয়ে নীতীশ কুমার ও শরদ পাওয়ার। এ ছাড়াও ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আলাদা প্রচার কমিটিও গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই কমিটিতেও তরুণ মুখদের বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে৷
advertisement
ইন্ডিয়া জোটের নামকরণ হয় বেঙ্গালুরুতে। এবার মুম্বইয়ে লোগো প্রকাশ হবে। লোগোর মূল থিম হবে দেশপ্রেম, একতা ও ধর্মনিরপেক্ষতা৷ লোগোর রূপরেখা তৈরি হয়েছে। তাতেই পড়বে সিলমোহর। এতে আর দেরি করতে রাজি নন ইন্ডিয়া জোটের নেতারা৷ কারণ সামনের বিধানসভা ভোটেই প্রচার। লোকসভা ভোট পাখির চোখ হলেও আগামী ডিসেম্বরে ৫ রাজ্যের ভোট। এই ভোটেও আঞ্চলিক দলগুলির মধ্যে জোট নিয়ে সমস্যা আছে৷ এই সমস্যা দূর করে, একজোট হয়ে যতটা বেশি সংখ্যক আসনে লড়াই করার ফর্মুলা বের করাই মুম্বইয়ের বৈঠকের লক্ষ্য। এই রাজ্যগুলিতে বিজেপিকে ধাক্কা দিতে চায় ইন্ডিয়া জোট৷
advertisement
RAJIB CHAKRABORTY
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 01, 2023 11:26 AM IST