Rafale Deal: 'সব রাফাল-নথি মনোহর পরীকরের বেডরুমে!' অডিও টেপ ফাঁস কংগ্রেসের
Last Updated:
টেপটি প্রকাশ্যে এনেই বুধবার কংগ্রেসের দাবি, রাফাল চুক্তির সব ফাইল যদি গোয়ার মুখ্যমন্ত্রীর বেডরুমেই থাকে, তা হলে কেন মোদি সরকার একটি যৌথ সংসদীয় কমিটিকে তদন্তের নির্দেশ দিচ্ছে না? এ দিন লোকসভা অধিবেশন শুরু আগে কংগ্রেসের গোয়ার মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা ওই টেপ-টি প্রকাশ্যে আনেন৷
#নয়াদিল্লি: বিরোধীরা যখন রাফাল চুক্তিতে সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ রিভিউ পিটিশন দাখিল করছে, তখন রাফাল নিয়ে কংগ্রেস ফাঁস করল একটি অডিও টেপ৷ সেই অডিও টেপ-এ শোনা যাচ্ছে, গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিত্ রানে কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে বলছেন, 'সব রাফাল ফাইল মনোহর পরীকরের কাছে রয়েছে৷' গোয়ার মুখ্যমন্ত্রী কয়েক দিন আগে মন্ত্রিসভার বৈঠকে দাবি করেন, রাফাল নিয়ে সব নথি আমার ফ্ল্যাটে, বেডরুমে রয়েছে৷
টেপটি প্রকাশ্যে এনেই বুধবার কংগ্রেসের দাবি, রাফাল চুক্তির সব ফাইল যদি গোয়ার মুখ্যমন্ত্রীর বেডরুমেই থাকে, তা হলে কেন মোদি সরকার একটি যৌথ সংসদীয় কমিটিকে তদন্তের নির্দেশ দিচ্ছে না? এ দিন লোকসভা অধিবেশন শুরু আগে কংগ্রেসের গোয়ার মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা ওই টেপ-টি প্রকাশ্যে আনেন৷
advertisement
advertisement
কংগ্রেস বিস্ফোরক অভিযোগ করেছে, রাফালের গুরুত্বপূর্ণ নথি রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী তথা গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পরীকরের বেডরুমে৷ তার জন্যই নাকি গোয়ার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে পারছে না বিজেপি। এ দিন সংসদে যৌথ সংসদীয় কমিটিতে রাফাল বিষয়টি পাঠানোর ফের দাবি তোলে কংগ্রেস। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, 'সংসদে এ নিয়ে আলোচনা হবে। জেপিসি-র দাবি জানাচ্ছি আমরা।' তবে কংগ্রেসের প্রকাশিত ওই অডিও টেপ পরীক্ষা করেনি News18Bangla.com৷
advertisement
The audio clip released by the congress party is a desperate attempt to fabricate facts after their lies were exposed by the recent Supreme Court verdict on Rafale. No such discussion ever came up during Cabinet or any other meeting.
— Manohar Parrikar (@manoharparrikar) January 2, 2019
advertisement
অডিও টেপে গোয়ার স্বাস্থ্যমন্ত্রীর গলায় শোনা যাচ্ছে, 'গোয়ার মুখ্যমন্ত্রী খুব ইন্টারেস্টিং বিবৃতি দিয়েছেন, যে সব রাফাল তথ্য আমার ফ্ল্যাটের বেডরুমে৷' আরেকজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি চমকে উঠে বলছেন, 'কী বলছেন আপনি!' তখন রানে ওই ব্যক্তিকে বলছেন, 'আপনি ক্রস-চেক করুন, আপনি তো মন্ত্রিসভার কাছের লোক৷'
সূর্যেওয়ালার দাবি, 'প্রধানমন্ত্রী এই নিয়ে বিবৃতি দিন৷ রাফাল দুর্নীতি নিয়ে উত্তর চায় দেশ৷' একই সঙ্গে মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, 'চৌকিদার ভয় পাচ্ছেন পরীকরকে৷'
advertisement
প্রসঙ্গত, কেন্দ্র যখন ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনে, তখন কেন্দ্রে প্রতিরক্ষামন্ত্রী ছিলেন মনোহর পরীকর৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 02, 2019 1:49 PM IST