Rafale Deal: 'সব রাফাল-নথি মনোহর পরীকরের বেডরুমে!' অডিও টেপ ফাঁস কংগ্রেসের

Last Updated:

টেপটি প্রকাশ্যে এনেই বুধবার কংগ্রেসের দাবি, রাফাল চুক্তির সব ফাইল যদি গোয়ার মুখ্যমন্ত্রীর বেডরুমেই থাকে, তা হলে কেন মোদি সরকার একটি যৌথ সংসদীয় কমিটিকে তদন্তের নির্দেশ দিচ্ছে না? এ দিন লোকসভা অধিবেশন শুরু আগে কংগ্রেসের গোয়ার মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা ওই টেপ-টি প্রকাশ্যে আনেন৷

#নয়াদিল্লি: বিরোধীরা যখন রাফাল চুক্তিতে সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ রিভিউ পিটিশন দাখিল করছে, তখন রাফাল নিয়ে কংগ্রেস ফাঁস করল একটি অডিও টেপ৷ সেই অডিও টেপ-এ শোনা যাচ্ছে, গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিত্‍‌ রানে কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে বলছেন, 'সব রাফাল ফাইল মনোহর পরীকরের কাছে রয়েছে৷' গোয়ার মুখ্যমন্ত্রী কয়েক দিন আগে মন্ত্রিসভার বৈঠকে দাবি করেন, রাফাল নিয়ে সব নথি আমার ফ্ল্যাটে, বেডরুমে রয়েছে৷
টেপটি প্রকাশ্যে এনেই বুধবার কংগ্রেসের দাবি, রাফাল চুক্তির সব ফাইল যদি গোয়ার মুখ্যমন্ত্রীর বেডরুমেই থাকে, তা হলে কেন মোদি সরকার একটি যৌথ সংসদীয় কমিটিকে তদন্তের নির্দেশ দিচ্ছে না? এ দিন লোকসভা অধিবেশন শুরু আগে কংগ্রেসের গোয়ার মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা ওই টেপ-টি প্রকাশ্যে আনেন৷
রণদীপ সূর্যেওয়ালা কংগ্রেস মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা কংগ্রেস মুখপাত্র
advertisement
advertisement
কংগ্রেস বিস্ফোরক অভিযোগ করেছে, রাফালের গুরুত্বপূর্ণ নথি রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী তথা গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পরীকরের বেডরুমে৷ তার জন্যই নাকি গোয়ার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে পারছে না বিজেপি। এ দিন সংসদে যৌথ সংসদীয় কমিটিতে রাফাল বিষয়টি পাঠানোর ফের দাবি তোলে কংগ্রেস। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, 'সংসদে এ নিয়ে আলোচনা হবে। জেপিসি-র দাবি জানাচ্ছি আমরা।' তবে কংগ্রেসের প্রকাশিত ওই অডিও টেপ পরীক্ষা করেনি News18Bangla.com৷
advertisement
advertisement
অডিও টেপে গোয়ার স্বাস্থ্যমন্ত্রীর গলায় শোনা যাচ্ছে, 'গোয়ার মুখ্যমন্ত্রী খুব ইন্টারেস্টিং বিবৃতি দিয়েছেন, যে সব রাফাল তথ্য আমার ফ্ল্যাটের বেডরুমে৷' আরেকজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি চমকে উঠে বলছেন, 'কী বলছেন আপনি!' তখন রানে ওই ব্যক্তিকে বলছেন, 'আপনি ক্রস-চেক করুন, আপনি তো মন্ত্রিসভার কাছের লোক৷'
সূর্যেওয়ালার দাবি, 'প্রধানমন্ত্রী এই নিয়ে বিবৃতি দিন৷ রাফাল দুর্নীতি নিয়ে উত্তর চায় দেশ৷' একই সঙ্গে মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, 'চৌকিদার ভয় পাচ্ছেন পরীকরকে৷'
advertisement
প্রসঙ্গত, কেন্দ্র যখন ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনে, তখন কেন্দ্রে প্রতিরক্ষামন্ত্রী ছিলেন মনোহর পরীকর৷
বাংলা খবর/ খবর/দেশ/
Rafale Deal: 'সব রাফাল-নথি মনোহর পরীকরের বেডরুমে!' অডিও টেপ ফাঁস কংগ্রেসের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement