ব্রিটিশ শাসনের বিরোধিতা করে নোবেল পুরস্কার ত্যাগ করেছিলেন রবি ঠাকুর: বিপ্লব দেব

Last Updated:

ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদে নোবেল পুরস্কার ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ! চমকে গেলেও এটিই নাকি সত্যি ঘটনা ৷

#গুয়াহাটি: ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদে নোবেল পুরস্কার ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ! চমকে গেলেও এটিই নাকি সত্যি ঘটনা ৷ এমনটাই দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ৷ মুখ্যমন্ত্রীর এমনই একটি মন্তব্য আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়াতে ৷
একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে বারবারই সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি ৷ বিপ্লব কুমারের মন্তব্যের জেরে বেশ কয়েকবার বিপাকেও পড়েছে গেরুয়া শিবির ৷ এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁকে ডেকে পাঠান ৷ কিন্তু তারপরও লাগামহীন মন্তব্যে আবারও বিতর্কে জড়ালেন বিপ্লব কুমার দেব ৷ উদয়পুরে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে মন্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘ব্রিটিশ শাসনের বিরোধিতা করে নোবেল পুরস্কার ত্যাগ করেছিলেন রবিঠাকুর ৷’
advertisement
প্রসঙ্গত, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ৷ কিন্তু নোবেল পুরস্কার তিনি ফেরাননি কোনওদিনই ৷
advertisement
তবে, এই প্রথম নয় ৷ এর আগেও মহাভারতের যুগে ইন্টারনেট ব্যবস্থা ছিল ৷ সরকারি চাকরির পিছনে না ছুটে পানের দোকান খোলার নির্দেশ এবং তাঁর সরকারের দিকে আঙুল তুললে তার নখ উপরে দেওয়া সহ একাধিক বিতর্কিত মন্তব্যে বারবার ট্রোলড হয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ব্রিটিশ শাসনের বিরোধিতা করে নোবেল পুরস্কার ত্যাগ করেছিলেন রবি ঠাকুর: বিপ্লব দেব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement