Atal Bihari Vajpayee: বিরোধী হয়েও সরকারি প্রতিনিধি হিসেবে বিদেশে দেশের সম্মান রক্ষা করেছিলেন

একজন দক্ষ প্রশাসক, একজন সুবক্তা ও সর্বোপরি একজন অভিজ্ঞ রাজনীতিক

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী । তাঁর সঙ্গে শেষ হয়েছে ভারতীয় রাজনীতির একটি স্মরণীয় অধ্যায় । সংঘের কর্মী থেকে ভারতের প্রধানমন্ত্রী-তাঁর রাজনৈতিক উত্থানের অধ্যায়টিও কম আকর্ষণীয় নয় । কিন্তু শুধুমাত্র প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে অভিহিত করা চলে না ।

    একাধারে তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক, একজন সুবক্তা ও সর্বোপরি একজন অভিজ্ঞ রাজনীতিক । যে কোনও প্রসঙ্গে বিরোধীপক্ষ বা পূর্বসুরীর দোষারোপ করা বা তাঁদের চুলচেরা বিশ্লেষণ করা-এই ধরনের তথাকথিত ব্যবহারের নিদর্শন তিনি প্রায় দেননি বললেই চলে । ঠিক যেমনভাবে পূর্বসুরী আরও এক প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাও-এর কর্মকান্ডকে রাজনৈতিক ইতিহাসে রূপান্তরিত করার কৃতীত্বও আছে তাঁর নামে । পূর্বসুরীর সঙ্গে এহেন সম্পর্কই ছিল বাজপেয়ীর । ২০০৪ সালে রাও-এর মৃত্যুকে একটি যুগের অবসান বলে আখ্যায়িত করেছিলেন বাজপেয়ী ।

    ১৯৯৪ সালে ২৭ ফেব্রুয়ারি রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের কাছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনে । কাশ্মীর উপত্যকায় যথেচ্ছভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছিল পাকিস্তান । পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল ওই অভিযোগ গৃহীত হলে নিরাপত্তা পরিষদের কঠোর পদক্ষেপের মোকাবিলা করতে হত ভারতকে । কিন্তু অভিনব ভাবে নরসিমহা রাও সরকার বাজপেয়ীকে ভারতের প্রতিনিধি নির্বাচিত করেছিল ।

    বাজপেয়ীর নেতৃত্বে এক প্রতিনিধিদল পৌঁছায় জেনেভাতে । সেই সময় বিরোধীপক্ষের নেতা ছিলেন বাজপেয়ী । কাশ্মীর সমস্যা মোকাবিলায় বাজপেয়ী ও রাও-এর এহেন ঐক্য সত্যিই ভারতীয় রাজনীতি ও বৈদেশিক নীতিতেও অবিস্মরণীয় । এরপর উদারমনস্ক ইসলামিক দেশগুলির সঙ্গে যোগাযোগ করেন রাও ও বাজপেয়ী । ৬টি ইসলামিক দেশের প্রতিনিধিদের ভারতে আমন্ত্রণ জানান বাজপেয়ী । চমকের শেষ এখানেই নয়।

    ভোট গ্রহণের দিন, যেসমস্ত দেশ পাকিস্তানের পক্ষে ছিল, তারা তাদের সমর্থন প্রত্যাহার করে নেয় । সিরিয়া, ইন্দোনেশিয়া ও লিবিয়া পাকিস্তানকে সমর্থন করতে অস্বীকার করে । চিনও ভারতকে সমর্থন জানায় । এরপরই তাদের প্রস্তাব প্রত্যাহার করে নেয় পাকিস্তান । রাও-এর মাস্টারস্ট্রোক ও বাজপেয়ীর রাজনৈতিক কুশলতায় সুফল লাভ করেছিল গোটা ভারত ।

    First published:

    Tags: Atal Bihar Vajpayee, Atal Bihari Vajpayee death, PV Narsimha Rao