Atal Bihari Vajpayee: বিরোধী হয়েও সরকারি প্রতিনিধি হিসেবে বিদেশে দেশের সম্মান রক্ষা করেছিলেন

Last Updated:

একজন দক্ষ প্রশাসক, একজন সুবক্তা ও সর্বোপরি একজন অভিজ্ঞ রাজনীতিক

#নয়াদিল্লি: প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী । তাঁর সঙ্গে শেষ হয়েছে ভারতীয় রাজনীতির একটি স্মরণীয় অধ্যায় । সংঘের কর্মী থেকে ভারতের প্রধানমন্ত্রী-তাঁর রাজনৈতিক উত্থানের অধ্যায়টিও কম আকর্ষণীয় নয় । কিন্তু শুধুমাত্র প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে অভিহিত করা চলে না ।
একাধারে তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক, একজন সুবক্তা ও সর্বোপরি একজন অভিজ্ঞ রাজনীতিক । যে কোনও প্রসঙ্গে বিরোধীপক্ষ বা পূর্বসুরীর দোষারোপ করা বা তাঁদের চুলচেরা বিশ্লেষণ করা-এই ধরনের তথাকথিত ব্যবহারের নিদর্শন তিনি প্রায় দেননি বললেই চলে । ঠিক যেমনভাবে পূর্বসুরী আরও এক প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাও-এর কর্মকান্ডকে রাজনৈতিক ইতিহাসে রূপান্তরিত করার কৃতীত্বও আছে তাঁর নামে । পূর্বসুরীর সঙ্গে এহেন সম্পর্কই ছিল বাজপেয়ীর । ২০০৪ সালে রাও-এর মৃত্যুকে একটি যুগের অবসান বলে আখ্যায়িত করেছিলেন বাজপেয়ী ।
advertisement
১৯৯৪ সালে ২৭ ফেব্রুয়ারি রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের কাছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনে । কাশ্মীর উপত্যকায় যথেচ্ছভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছিল পাকিস্তান । পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল ওই অভিযোগ গৃহীত হলে নিরাপত্তা পরিষদের কঠোর পদক্ষেপের মোকাবিলা করতে হত ভারতকে । কিন্তু অভিনব ভাবে নরসিমহা রাও সরকার বাজপেয়ীকে ভারতের প্রতিনিধি নির্বাচিত করেছিল ।
advertisement
advertisement
বাজপেয়ীর নেতৃত্বে এক প্রতিনিধিদল পৌঁছায় জেনেভাতে । সেই সময় বিরোধীপক্ষের নেতা ছিলেন বাজপেয়ী । কাশ্মীর সমস্যা মোকাবিলায় বাজপেয়ী ও রাও-এর এহেন ঐক্য সত্যিই ভারতীয় রাজনীতি ও বৈদেশিক নীতিতেও অবিস্মরণীয় । এরপর উদারমনস্ক ইসলামিক দেশগুলির সঙ্গে যোগাযোগ করেন রাও ও বাজপেয়ী । ৬টি ইসলামিক দেশের প্রতিনিধিদের ভারতে আমন্ত্রণ জানান বাজপেয়ী । চমকের শেষ এখানেই নয়।
advertisement
ভোট গ্রহণের দিন, যেসমস্ত দেশ পাকিস্তানের পক্ষে ছিল, তারা তাদের সমর্থন প্রত্যাহার করে নেয় । সিরিয়া, ইন্দোনেশিয়া ও লিবিয়া পাকিস্তানকে সমর্থন করতে অস্বীকার করে । চিনও ভারতকে সমর্থন জানায় । এরপরই তাদের প্রস্তাব প্রত্যাহার করে নেয় পাকিস্তান । রাও-এর মাস্টারস্ট্রোক ও বাজপেয়ীর রাজনৈতিক কুশলতায় সুফল লাভ করেছিল গোটা ভারত ।
বাংলা খবর/ খবর/দেশ/
Atal Bihari Vajpayee: বিরোধী হয়েও সরকারি প্রতিনিধি হিসেবে বিদেশে দেশের সম্মান রক্ষা করেছিলেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement