‘দেশ আগে, দল পরে, ব্যক্তি শেষে’, দলের মধ্যে গণতন্ত্র নিয়ে আডবানির বিস্ফোরক ব্লগ

Last Updated:

লোকসভা ভোটের মুখে অবশেষে নীরবতা ভেঙে নিজের ব্লগেই মনের কথা উজাড় করে দিয়েছেন আডবানি

#নয়াদিল্লি: অবশেষে মুখ খুললেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানি ৷ লোকসভা ভোটের মুখে ৫০৯ শব্দের এক বিস্ফোরক ব্লগে নরেন্দ্র মোদি, অমিত শাহের দলের উদ্দেশ্যেই দিলেন বিশেষ বার্তা, ‘দেশ আগে, দল পরে, ব্যক্তি শেষে’ ৷ একসময়ের দাপুটে প্রবীণ নেতাকে প্রার্থী পদের তালিকা থেকে ব্রাত্য রেখেছে দল ৷ ৯১ বছর বয়সী এই লৌহপুরুষ বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই ছিলেন নীরব ৷ পাওয়া যায়নি কোনও প্রতিক্রিয়া ৷
বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা ৷ প্রতিদিনই রাজনৈতিক ময়দানে চড়ছে উত্তেজনার পারদ ৷ লোকসভা ভোটের মুখে অবশেষে নীরবতা ভেঙে নিজের ব্লগেই মনের কথা উজাড় করে দিয়েছেন আডবানি ৷ তিনি লিখেছেন,
‘রাজনৈতিক প্রতিপক্ষকে কখনও শত্রু ভাবেনি বিজেপি ৷ দলের জন্মলগ্ন থেকে এমন মনোভাব ছিল না ৷ এটাই খুব গুরুত্বপূর্ণ সময় যখন বিজেপির পিছনে ফিরে দেখা উচিত ৷ তারপর নিজের অন্দরে উঁকি দিয়ে আগামীর দিকে এগিয়ে যাওয়া উচিত ৷’
advertisement
advertisement
আডবানীর দীর্ঘদিনের নির্বাচনী কেন্দ্র গান্ধিনগর থেকে ২০১৯ নির্বাচনে লড়ছেন বর্তমান বিজেপি সভাপতি অমিত শাহ ৷ প্রার্থী পদ না পাওয়ার যন্ত্রণার থেকেও ব্লগের প্রতি ছত্রে ফুটে উঠেছে দলের বর্তমান সদস্যদের প্রতি অভিমান ৷ দলের ভিতরের গণতন্ত্র নিয়ে হতাশা ৷
বতর্মানে গেরুয়া শিবিরের জাতীয়তাবাদী আদর্শ নিয়ে প্রশ্ন তুলে আডবানি লিখেছেন,
‘রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু ভাবেনি বিজেপি ৷ দলের জন্মলগ্ন থেকে এমন মনোভাব ছিল না ৷ বিজেপির জাতীয়তাবোধ পরমতসহিষ্ণু ৷ বিরোধী কথা বললেই কেউ দেশবিরোধী নয় ৷’

advertisement
বিজেপির পরিবর্তনে ব্যথিত আডবানি ৷ তুলনা টেনেছেন তাঁর সময়ে দলের নীতি ও আদর্শের সঙ্গে বর্তমানে মোদি শাহের বিজেপির ৷ নিজের ব্লগে তিনি লিখেছেন,
‘ব্যক্তিগত ও রাজনৈতিক চিন্তার স্বাধীনতা ছিল ৷ গণতন্ত্র শক্তিশালী করতে সকলে এগিয়ে আসুন ৷ তবে সবাই আরও চিন্তা করুন ৷’

ভোটের আগে বিজেপির একসময়ের পোস্টার নেতার এমন বিস্ফোরক উক্তিতে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘দেশ আগে, দল পরে, ব্যক্তি শেষে’, দলের মধ্যে গণতন্ত্র নিয়ে আডবানির বিস্ফোরক ব্লগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement