Puri Jagannath Mandir: আর নয় লম্বা লাইন! পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বিরাট সিদ্ধান্ত নতুন BJP সরকারের! পুণ্যার্থীদের জন্য বড় খবর
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Puri Jagannath Mandir: প্রথম ক্যাবিনেট বৈঠকেই মুখ্যমন্ত্রী মোহন মাঝি পুরীর মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার প্রস্তাবে সম্মতি জানান।
পুরী: পুরীর জগন্নাথ মন্দির নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল বিজেপি সরকার। বিজেডি সরকারকে সরিয়ে ওড়িশায় এবার ক্ষমতায় এসেছে বিজেপি। বুধবারই ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মোহনচরণ মাঝি। শপথ নেওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রথম ক্যাবিনেট বৈঠকেই মুখ্যমন্ত্রী মোহন মাঝি পুরীর মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার প্রস্তাবে সম্মতি জানান। ফলে বৃহস্পতিবার থেকেই পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজাই খুলে দেওয়া হবে। একই সঙ্গে বহু পুরনো এই মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ তহবিল তৈরি করারও কথা জানান। ৫০০ কোটি টাকার তহবিল তৈরি করা হবে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
বৈঠক শেষে নতুন মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্য সরকার পুরী জগন্নাথ মন্দিরের চারটি দরজাই পুনরায় ভক্তদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সকল মন্ত্রীদের উপস্থিতিতে মন্দিরের চারটি দরজা খোলা হবে। এবার থেকে ভক্তরা মন্দিরের চারটি দরজা দিয়েই প্রবেশ করতে পারবেন।’
advertisement
প্রসঙ্গত, ওড়িশায় বিজেপির নির্বাচনী ইস্তেহারের অন্যতম ছিল পুরীর মন্দিরের চারটি দরজা খুলে দেওয়া। করোনার সময় বিজেডি সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে জগন্নাথ মন্দিরের একটি মাত্র দরজা খোলা থাকবে। করোনা সংক্রমণ শেষ হওয়ার পরও সেই একই পন্থাই অব্যাহত ছিল। অবশেষে বিজেপি সরকার আসার পর চারটি দরজাই খুলে দেওয়া হল।
নতুন মুখ্যমন্ত্রীর দাবি, মন্দিরের অধিকাংশ গেটই বন্ধ রাখায়, পুণ্যার্থীদের সমস্যায় পড়তে হচ্ছিল। বৃহস্পতিবার থেকেই মন্দিরের চারটি দরজা খুলে দেওয়া হল। মন্দিরের সংরক্ষণ ও সংস্কারের জন্য ক্য়াবিনেটের তরফে ৫০০ কোটি টাকার তহবিল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2024 1:04 PM IST