Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে ছাপ্পা ভোট, কারচুপির অভিযোগে এ বার আদালতের দ্বারস্থ হচ্ছেন ৪ বিজেপি প্রার্থী, জানালেন শুভেন্দু

Last Updated:

Lok Sabha Election 2024: তৃণমূল কংগ্রেস ও পুলিশের মদতে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে লোকসভা ভোটে ব্যাপক ছাপ্পা ও রিগিং হয়েছে বলে এর আগেও সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু আধিকারী (ফাইল ছবি)
শুভেন্দু আধিকারী (ফাইল ছবি)
কলকাতা : রাজ্যের ৩ লোকসভা কেন্দ্রের ফল নিয়ে এবার আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার বলেন, ‘‘ছাপ্পা, কারচুপি-সহ বিভিন্ন ইস্যুতে ডায়মন্ড হারবার, জয়নগর এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের ফল নিয়ে আগামী সপ্তাহেই কলকাতা হাই কোর্টে ইলেকশন পিটিশন করা হবে। পাশাপাশি বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর প্রার্থীপদ খারিজের আবেদনও করা হবে হাই কোর্টে। আগামী সপ্তাহের শুরুতেই কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করতে চলেছেন সংশ্লিষ্ট কেন্দ্রগুলির বিজেপি প্রার্থীরা। সিবিআই তদন্তের আবেদনও জানানো হবে। সব তথ্য প্রমাণ আমরা সংগ্রহ করেছি।’’
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু এও বলেন, ‘‘কোচবিহার কেন্দ্রের ফলাফল ও গণনা নিয়েও আমাদের অনেক অভিযোগ আছে। আমরা সেই তথ্যও সংগ্রহ করছি। ইলেকশন পিটিশন নিয়ে প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব।’’ বুধবার সন্ধ্যায় সল্টলেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘যে কারণে লোকসভা ভোটের কয়েকদিন আগে বীরভূমে আমাদের প্রার্থী দেবাশীষ ধরের প্রার্থিপদ বাতিল হয়েছিল ঠিক একই অভিযোগ বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের বিরুদ্ধেও। আমরা কমিশনকে লিখিতভাবে সেই অভিযোগ জানিয়েছিলাম৷ কিন্তু কমিশন কোনও পদক্ষেপ করেনি। দেবাশীষ ধরের প্রার্থিপদ বাতিল হল। তাহলে আমাদের প্রশ্ন, বসিরহাটের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ‘নো ডিউজ সার্টিফিকেট’ না থাকার একই অভিযোগ থাকলেও তাঁর বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা নেওয়া হল না কমিশনের তরফে?’’
advertisement
আরও পড়ুন : কৃষকদের দেওয়া শুরু হল কৃষকবন্ধু! এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মমতা
প্রসঙ্গত শাসক দল তৃণমূল কংগ্রেস ও পুলিশের মদতে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে লোকসভা ভোটে ব্যাপক ছাপ্পা ও রিগিং হয়েছে বলে এর আগেও সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এদিন শুভেন্দু অধিকারী বললেন, ‘‘শুধুমাত্র ডায়মন্ড হারবারেই ১০ লক্ষ ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। আমরা এর বিরুদ্ধে আইনি পথে যতদূর যেতে হয়, যাব।’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে ছাপ্পা ভোট, কারচুপির অভিযোগে এ বার আদালতের দ্বারস্থ হচ্ছেন ৪ বিজেপি প্রার্থী, জানালেন শুভেন্দু
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement