Indians Deported From America Update: চোরা পথে আমেরিকা যেতে কত খরচ? দশ বছরের ছেলেকে নিয়ে স্বপ্নভঙ্গ তরুণীর, পথে বসার অবস্থা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
একা লভপ্রীত নন, তাঁর মতোই চোরা পথে আমেরিকায় যাওয়ার জন্য এজেন্টদের টাকা দিয়ে পথে বসেছেন অনেকে৷
অমৃতসর: আমেরিকায় কাজ করেন স্বামী৷ ইচ্ছে ছিল, দশ বছরের ছেলেকে নিয়ে পাকাপাকি ভাবে স্বামীর কাছেই চলে যাবেন৷ আমেরিকা যাওয়ার স্বপ্নপূরণে কার্যত সর্বস্ব পণ করে এজেন্টের হাতে তুলে দিয়ছিলেন এক কোটি টাকা৷ শেষ পর্যন্ত অবশ্য সেই টাকা জলেই গেল পঞ্জাবের তরুণী লভপ্রীত কৌরের৷ কারণ গত বুধবার বেআইনিভাবে আমেরিকায় প্রবেশের জন্য যে ১০৪ জন ভারতীয়কে অমৃতসরে ফেরত পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে ছিলেন লভপ্রীত এবং তাঁর ছেলেও৷ ভারতে ফিরে এসে ২৫ দিন ধরে আমেরিকা যাত্রার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন লভপ্রীত৷
পঞ্জাবের কপূরথোলার ভোলাথ এলাকার বাসিন্দা ওই তরুণী জানিয়েছেন, আমেরিকায় পৌঁছনোর জন্য তাঁর স্বামীই টাকার ব্যবস্থা করে দিয়েছিলেন৷ অন্যদিকে পঞ্জাবে নিজেদের কৃষি জমিও বন্দক রাখেন লভপ্রীতের বাবা-মা৷ শেষ পর্যন্ত ২ জানুয়ারি বিমানে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন লভপ্রীত এবং তাঁর ছেলে৷
advertisement
advertisement
ওই তরুণী জানিয়েছেন, এজেন্ট তাঁদের সরাসরি বিমানে আমেরিকায় পৌঁছে দেওয়ার আশ্বাস দেন৷ কিন্তু তাঁদের প্রথমে নিয়ে যাওয়া হয় কলম্বিয়ার মেডেলিন শহরে৷ সেখানে তাঁদের প্রায় দু সপ্তাহ রাখা হয়৷ এর পর সেখান থেকে তাঁদের বিমানে নিয়ে যাওয়া হয় এল সাভাদরে৷ এল সালভাদর পৌঁছনোর পর তিন ঘণ্টা ধরে হেঁটে গুয়েতেমালা পৌঁছন লভপ্রীত এবংব তাঁর ছেলে৷ এর পর সেখান থেকে ট্যাক্সিতে মেক্সিকো সীমান্তে পৌঁছন তাঁরা৷ গতত ২৭ জানুয়ারি আমেরিকায় প্রবেশ করেন লভপ্রীত এবং তাঁর ছেলে৷
advertisement
কিন্তু আমেরিকা পৌঁছনোর পরই অপেক্ষা করছিল আসল বিপদ৷ লভপ্রীতের কথায়, আমেরিযকায় পৌঁছনোর পর আমাদের মোবাইল খেরে সিং কার্ড খুলে ফেলতে বলা হয়৷ এর পর ছোটখাটো যা গয়না শরীরে ছিল, সেগুলিও খুলতে বলা হয়৷ ততদিনে আমার ব্যাগপত্রও হারিয়ে গিয়েছিল৷ ফলে জমা করার মতো কিছুই আমার কাছে ছিল না৷ আমাদের একটি ক্যাম্পে পাঁচ দিন রাখা হয়৷ ২ ফেব্রুয়ারি কোমর থেকে পা পর্যন্ত আমাদের চেন দিয়ে বাঁধা হয়৷ হাতে হাতকড়া পরিয়ে দেওয়া হয়৷ শুধুমাত্র শিশুদের রেয়াত করা হয়৷
advertisement
লভপ্রীত বলেন, আমাদের কোথায় নিয়ে আসা হচ্ছে কেউ কিছুই জানায়নি৷ একসময়ে আমরা দেখলাম ভারতে ফিরে এসেছি৷ এটা আমাদের কাছে বিরাট বড় ধাক্কা ছিল৷ এক মুহূর্তে আমাদের সব স্বপ্ন চুরমার হয়ে গেল৷
একা লভপ্রীত নন, তাঁর মতোই চোরা পথে আমেরিকায় যাওয়ার জন্য এজেন্টদের টাকা দিয়ে পথে বসেছেন অনেকে৷ কেউ দিয়েছেন ২২ লাখ, কেউ আবার ৪৫ লক্ষ টাকা দিয়েছিলেন এজেন্টদের৷ তাঁদেরও প্রায় একমাস ধরে বিভিন্ন দেশ ঘুরিয়ে এই গোপন পথেই মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকায় ঢোকানোর চেষ্টা হয়েছিল৷ যে পথ ডাঙ্কি রুট নামেই পরিচিত৷ শেষ পর্যন্ত তাঁদেরকে বিতাড়িত করেছে আমেরিকা৷ ফলে এখন তাঁদের পথে বসার অবস্থা৷ লভপ্রীত যেমন দাবি করেছেন, এজেন্টকে তিনি যে টাকা দিয়েছেন, তা ফেরানোর ব্যবস্থা করুক সরকার৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 07, 2025 5:44 PM IST