Indian Woman in Pakistan: তীর্থে গিয়ে হঠাৎ করেই নিখোঁজ...হূলস্থুল! পরে ধর্মান্তরিত পঞ্জাবের মহিলা, পাকিস্তানিকে বিয়ের নথি প্রকাশ, বাড়ছে রহস্য

Last Updated:

তদন্তে দেখা যায়, তীর্থযাত্রীদের ওই দল পাকিস্তানের একাধিক গুরুদ্বার ভ্রমণের পরে ভারতে ফিরে আসে৷ কিন্তু, ফেরার সময় পাকিস্তানের এক্সটি এন্ট্রিতে অথবা ভারতে রি-এন্ট্রির নথিতে সরবজিতের নাম পাওয়ার যায়নি৷

News18
News18
পঞ্জাব: বিরাট একটি দলের সঙ্গে পাকিস্তানে শিখ তীর্থস্থানে তীর্থ করতে গিয়েছিলেন ভারতের পঞ্জাবের বাসিন্দা সরবজিৎ কৌর৷ গত ১৪ নভেম্বরের পর থেকে রহস্যজনক ভাবেই নিখোঁজ হয়ে যান ওই পঞ্জাবি মহিলা৷ এবার সেই সরবজিৎ কাণ্ডে সামনে এল দু’টি নথি৷ একটি বিয়ের প্রমাণপত্র ও একটি পাসপোর্ট৷
পাকিস্তানে গিয়ে রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া সরবজিতের নামে সম্প্রতি একটি ইসলামিক বিয়ের নথি উদ্ধার হয়েছে৷ যেখানে দাবি করা হয়েছে, সরবজিৎ ধর্ম পরিবর্তন করেছেন এবং পাকিস্তানের শেখুপুরার বাসিন্দা নয়ি আবাদি নামে একজনকে বিয়ে করেছে৷
গুরু নানক দেবে জি’র প্রকাশ পুরব উপলক্ষে পাকিস্তানের শিখ তীর্থে গিয়েছিলেন এই সরবজিৎ৷ ভারত থেকে পাকিস্তানে যাওয়া ১,৯২৩ জন শিখ সদস্য যুক্ত দলের অংশ ছিলেন তিনি৷ কিন্তু, হঠাৎ করেই বেপাত্তা হয়ে যাওয়ায় তা নিয়ে প্রশাসনিক মহলে শোরগোল পড়ে যায়৷
advertisement
advertisement
তদন্তে দেখা যায়, তীর্থযাত্রীদের ওই দল পাকিস্তানের একাধিক গুরুদ্বার ভ্রমণের পরে ভারতে ফিরে আসে৷ কিন্তু, ফেরার সময় পাকিস্তানের এক্সটি এন্ট্রিতে অথবা ভারতে রি-এন্ট্রির নথিতে সরবজিতের নাম পাওয়ার যায়নি৷
advertisement
নিখোঁজ হয়ে যাওয়ার পরে সরবজিৎতের অনুসন্ধান শুরু করে ভারত ও পাকিস্তানের গোয়েন্দারা৷ এর মধ্যে শিরোমণি গুরুদ্বার পারবন্ধক কমিটি প্রথম তথ্য সামনে আনে৷
গোটা ঘটনা ঘিরে প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় শিখ তীর্থযাত্রীদের পাকিস্তান তীর্থ যাত্রা ভিসা পাওয়ার বিষয়টি৷
advertisement
শিখ সংগঠনগুলি এই ধরনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে, পুঙ্খানুপুঙ্খ তদন্ত, শক্তিশালী কূটনৈতিক সম্পৃক্ততা এবং আন্তঃসীমান্ত তীর্থযাত্রীদের জন্য কঠোর সুরক্ষা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Woman in Pakistan: তীর্থে গিয়ে হঠাৎ করেই নিখোঁজ...হূলস্থুল! পরে ধর্মান্তরিত পঞ্জাবের মহিলা, পাকিস্তানিকে বিয়ের নথি প্রকাশ, বাড়ছে রহস্য
Next Article
advertisement
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! কারণ নিয়ে ধোঁয়াশা
  • বড়বাজারের এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকানে ভোরে আগুন লাগে, ২৪টি দমকল ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে.

  • দাহ্য বৈদ্যুতিক সামগ্রী ও সংকীর্ণ রাস্তার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ল্যাডার ব্যবহার সম্ভব হয়নি.

  • প্রাথমিক অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হলেও, ফরেন্সিক পরীক্ষার পরেই আগুনের উৎস নিশ্চিত হবে.

VIEW MORE
advertisement
advertisement