‘সিনেমায় যেমন হয়’- প্রি ওয়েডিং ফটোশ্যুটের রোমান্সের মধ্যেই হাজির ভিলেন, তারপর একেবারে...

Last Updated:

গুরুচরণ সিং বলেছেন তাঁরা খতিয়ে দেখছেন ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে কিনা৷

punjab girl kidnapped during pre wedding photoshoot
punjab girl kidnapped during pre wedding photoshoot
#চণ্ডীগড়: Pre wedding Photoshoot ইদানিং একেবার ট্রেন্ডিং৷ কিন্তু এই প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে গিয়ে চরম বিপত্তি হবু বউয়ের৷ প্রি ওয়েডিং ফটোশ্যুটে মাখোমাখো প্রেমের ছবি তুলতে গিয়েই যুবতীকে একেবারে ফিলমি কায়দায় বন্দুকের নলের সামনে ধরে তুলে নিয়ে যাওয়া হল৷ পুলিশের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তরনতারনের গ্রাম রসুলপুর নহরের সঙ্গে গুরুদ্বার বাবা কাহন সিংয়ের কাছে যুবতী তাঁর বাগদত্তের সঙ্গে প্রি ওয়েডিং ফটোশ্যুট করাতে পৌঁছন৷ তাঁর সঙ্গে বেশ কিছু আত্মীয়ও ছিলেন৷
এই সময়েই ইনোভা গাড়িতে এক ডজনের মতো বদমায়েশ সেই জায়গায় পৌঁছে যায়৷ সেখানে এসে তারা ফায়ারিং শুরু করে এবং গান পয়েন্টে মেয়েটিকে তুলে নেয়৷ মেয়েটিকে তুলে নিয়ে তারা পালিয়ে যায়৷ তরনতারন পুলিশ মেয়েটির মায়ের বয়ানের ভিত্তিতে ১২ জনের বিরুদ্ধে আর্ম অ্যাক্ট, অপহরণ, মারপিটের মামলা দায়ের করা হয়৷ পুলিশ বর্তমানে আরোপীদের এবং কিডন্যাপ হওয়া মেয়েটিকে খুঁজছে৷
advertisement
advertisement
এদিকে পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত দুটি গাড়ি ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিশ৷ কিডন্যাপ হয়ে যাওয়া যুবতীর মা জানিয়েছে তাঁর মেয়ের বিয়ে এক যুবকের সঙ্গে ঠিক হয়েছিল৷ দুজনে নহরের কাছে প্রি ওয়েডিং ফটো শ্যুট চলছিল৷ এই সময়ে দুটি ইনোভা গাড়িতে চেপে এক ডজন বদমাশই আসে৷
advertisement
মেয়েটির মা বলেন ফটোশ্যুট চলাকালীন রোহিত নামের একটি ছেলে তাঁর মেয়ের ওপর গুলি চালিয়ে দেয়৷ কোনওরকমে প্রাণে বাঁচে মেয়েটি৷  অভিযুক্তরা মেয়ে ও সম্ভাব্য বরের ওপরও গুলি চালাতে চেষ্টা করে৷ এর মধ্যে অভিযুক্ত যুবক মেয়েটি গান পয়েন্টে তুলে নিয়ে জোর করে গাড়িতে বসিয়ে নেয়৷
advertisement
থানা সদর তরনতারনে গুরুচরণ সিং -জানিয়েছে মহিলা যে অভিযুক্তের নামে অভিযোগ দায়ের করেছে৷ তাদের খোঁজ চলছে৷ তিনি বলেন অভিযুক্তদের ব্যবহার করা ইনোভা গাড়ি এবং মোটর সাইকেল পুলিশ নবীপুর গ্রাম থেকে উদ্ধার করেছে৷ পুলিশ গ্রামের লোকজনদের জেরা করছে৷ গুরুচরণ সিং বলেছেন তাঁরা খতিয়ে দেখছেন ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে কিনা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘সিনেমায় যেমন হয়’- প্রি ওয়েডিং ফটোশ্যুটের রোমান্সের মধ্যেই হাজির ভিলেন, তারপর একেবারে...
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement