Bumper Sale: উৎসবের মরশুমে দেদার ছাড়, টাটা নিজেদের গাড়িতে দিচ্ছে বাম্পার সেল

Last Updated:
নবরাত্রি, দশেরা শেষ এবার সামনেই মেগা অনুষ্ঠান দিওয়ালি ও কালীপুজো। টাটা এই উৎসবের মরশুমে গাড়ির ওপর বিশাল ছাড় দিচ্ছে৷
1/4
#নয়াদিল্লি: একেবারে উৎসবের মরশুম চলছে। নবরাত্রি, দশেরা শেষ এবার সামনেই মেগা অনুষ্ঠান দিওয়ালি ও কালীপুজো। টাটা এই উৎসবের মরশুমে গাড়ির ওপর বিশাল ছাড় দিচ্ছে৷ টাটা সাফারি গাড়িতে এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে৷ নগদ ডিসকাউন্ট এবং কর্পোরেট বোনাস দেওয়া হচ্ছে না৷ এই অফার এর সমস্ত ভ্যারিয়েন্টের জন্য প্রযোজ্য৷ টাটা সাফারির দাম ১৫.৩৫ লক্ষ থেকে ২৩.৪৬ লক্ষা টাকা (এক্স শোরুম) -র মধ্যে৷ এক্সচেঞ্জ বোনাসে ৪০ হাজার টাকা অবধি দেওয়া হচ্ছে৷
#নয়াদিল্লি: একেবারে উৎসবের মরশুম চলছে। নবরাত্রি, দশেরা শেষ এবার সামনেই মেগা অনুষ্ঠান দিওয়ালি ও কালীপুজো। টাটা এই উৎসবের মরশুমে গাড়ির ওপর বিশাল ছাড় দিচ্ছে৷ টাটা সাফারি গাড়িতে এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে৷ নগদ ডিসকাউন্ট এবং কর্পোরেট বোনাস দেওয়া হচ্ছে না৷ এই অফার এর সমস্ত ভ্যারিয়েন্টের জন্য প্রযোজ্য৷ টাটা সাফারির দাম ১৫.৩৫ লক্ষ থেকে ২৩.৪৬ লক্ষা টাকা (এক্স শোরুম) -র মধ্যে৷ এক্সচেঞ্জ বোনাসে ৪০ হাজার টাকা অবধি দেওয়া হচ্ছে৷
advertisement
2/4
নগদ ডিসকাউন্ট কেবল এর টপ মডেলের ওপর দেওয়া হচ্ছে৷ এর কারণে লোয়ার ভ্যারিয়েন্ট এবং মিড ভ্যারিয়েন্টে সর্বাধিক ১৩ হাজার টাকা অবধি বাঁচাতে পারেন৷ টাটা টিয়াগোর দাম ৫.৪০ লক্ষ টাকা থেকে ৭.২৮ লক্ষ (এক্স শোরুম দিল্লি) -র মধ্যে রয়েছে৷
নগদ ডিসকাউন্ট কেবল এর টপ মডেলের ওপর দেওয়া হচ্ছে৷ এর কারণে লোয়ার ভ্যারিয়েন্ট এবং মিড ভ্যারিয়েন্টে সর্বাধিক ১৩ হাজার টাকা অবধি বাঁচাতে পারেন৷ টাটা টিয়াগোর দাম ৫.৪০ লক্ষ টাকা থেকে ৭.২৮ লক্ষ (এক্স শোরুম দিল্লি) -র মধ্যে রয়েছে৷
advertisement
3/4
 টিগোরের ওপর টিয়াগো গাড়িওলারা ডিসকাউন্ট অফার পাবেন৷ অর্থাৎ এক্সচেঞ্জ বোনাস ১০ হাজার ও ৩ হাজার কর্পোরেট ডিসকাউন্ট৷ এরও টপ মডেলে সবচেয়ে বেশি টাকা বাঁচানো যেতে পারে৷ এই টাটা গাড়ির দাম ৬ লক্ষ থেকে ৮.৫৯ লক্ষা টাকা (এক্স শোরুম দিল্লি) -র মধ্যে৷
 টিগোরের ওপর টিয়াগো গাড়িওলারা ডিসকাউন্ট অফার পাবেন৷ অর্থাৎ এক্সচেঞ্জ বোনাস ১০ হাজার ও ৩ হাজার কর্পোরেট ডিসকাউন্ট৷ এরও টপ মডেলে সবচেয়ে বেশি টাকা বাঁচানো যেতে পারে৷ এই টাটা গাড়ির দাম ৬ লক্ষ থেকে ৮.৫৯ লক্ষা টাকা (এক্স শোরুম দিল্লি) -র মধ্যে৷
advertisement
4/4
টাটা নেক্সনে দিওয়ালির সবচেয়ে কম ডিসকাউন্ট দিচ্ছে৷ এই গাড়ির ওপর নগদ ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে না৷ এর ওপর ৫০০০ টাকা-র কর্পোরেট ডিসকাউন্ট বেনিফিট হয়েছে৷
টাটা নেক্সনে দিওয়ালির সবচেয়ে কম ডিসকাউন্ট দিচ্ছে৷ এই গাড়ির ওপর নগদ ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে না৷ এর ওপর ৫০০০ টাকা-র কর্পোরেট ডিসকাউন্ট বেনিফিট হয়েছে৷
advertisement
advertisement
advertisement