Pune News: 'তখন স*ঙ্গমের ইচ্ছে ছিল না...' চেনা সেই কুরিয়র ডেলিভারি বয়, বারবার শারীরিক সম্পর্ক, পুণেতে নিজের বয়ফ্রেন্ডের বিরুদ্ধেই ধ*র্ষণের মিথ্যা অভিযোগ তরুণীর!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Pune News: এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আগে থেকেই চিনতেন ওই মহিলা। নিজের পুরুষ বন্ধুর বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ এনেছিলেন পুণের এই তরুণী৷
পুণে: পুণে ধর্ষণ মামলায় নতুন চমকপ্রদ তথ্য প্রকাশ্যে এল। শনিবার পুলিশ জানিয়েছে, অভিযোগকারী মহিলা, ২২ বছর বয়সী ডেটা সায়েন্টিস্ট, জিজ্ঞাসাবাদের সময় তার বিবৃতি বারবার পরিবর্তন করেছেন, যার পরে তাকে আদালতে হাজির করা হয়। তার বিবৃতি প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট (CJM)–এর সামনে শনিবার রেকর্ড করা হয়। তিনি অভিযোগ করেছিলেন, তাকে বুধবার সন্ধ্যায় কন্ডওয়ার একটি অভিজাত আবাসনে অজ্ঞাতপরিচয় কুরিয়ার ডেলিভারি এজেন্ট ধর্ষণ করেছে।
advertisement
সেই ঘটনাতেই এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আগে থেকেই চিনতেন ওই মহিলা। নিজের পুরুষ বন্ধুর বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ এনেছিলেন পুণের এই তরুণী৷ শুধু তাই নয়, মহিলা অভিযোগ করেছিলেন, ধর্ষণের পর অভিযুক্ত সেলফি তুলে লিখে যান, তিনি আবার ফিরে আসবেন। পুলিশ জানিয়েছে, সেই সেলফিও ওই মহিলারই তোলা।
advertisement
advertisement
তদন্তকারীরা আরও জানতে পারেন, অতীতেও একাধিকবার ওই দু জনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে ৷ তাহলে এমন ভংয়কর অভিযোগ কেন করলেন ওই তরুণী? বারবার জিজ্ঞাসাবাদের মুখে অভিযোগকারী মহিলা পুলিশকে জানায়, সেদিন তিনি সঙ্গমের জন্য প্রস্তুত ছিলেন না। বারবার বারণ করা সত্ত্বেও সেই যুবক জোর করেই তার সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়। এই কারণেই রাগের মাথায় তিনি ধর্ষণের এই অভিযোগ আনেন। মহিলা জানান, তারা পূর্বেও তার বাড়িতে দেখা করেছিলেন, যখন তার বাবা-মা বাইরে ছিলেন।
advertisement
তদন্তে জড়িত একজন সিনিয়র পুলিশ অফিসার বলেছেন, মহিলার বয়ান যাচাইয়ের সময় বিপরীত এবং বিভ্রান্তিকর তথ্য পাওয়া গিয়েছে। তার বিবৃতি FIR এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তদন্তের ফলাফলের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। তাকে কাউন্সেলিং সেশনে পাঠানো হবে।
advertisement
মহিলা আগে অভিযোগ করেছিলেন, ওই এজেন্ট তার দরজায় কুরিয়ার দিতে এসে তার মুখে কিছু রাসায়নিক স্প্রে করে তাকে অচেতন করে এবং তারপর তাকে ধর্ষণ করে। তিনি আরও দাবি করেছিলেন, অভিযুক্ত তার ফোন থেকে একটি সেলফি নিয়েছিল এবং একটি বার্তা রেখে গিয়েছিল, আমি ফিরে আসব। পুলিশ বৃহস্পতিবার তার অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করেছিল।
advertisement
তবে, তদন্তে উঠে আসে, অভিযুক্ত তার বন্ধু ছিল এবং মহিলার বাড়িতে জোরপূর্বক প্রবেশের কোনও ঘটনা ঘটেনি। পুলিশ শনিবার অভিযুক্তকে শর্তসাপেক্ষে একটি নোটিস দিয়ে মুক্তি দেয়। পুণের পুলিশ কমিশনার অমিতেশ কুমার বলেন, ”মহিলার ফ্ল্যাটে জোরপূর্বক প্রবেশের কোনও ঘটনা ঘটেনি। তাকে অচেতন করার জন্য কোনও রাসায়নিক স্প্রে-ও করা হয়নি এবং তার ফোনে সেলফি তার সম্মতিতেই নেওয়া হয়েছিল, যা তিনি পরে ক্রপ করেছিলেন।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 06, 2025 1:09 PM IST