Dilip Ghosh: তাহলে ২১ জুলাইতেই তৃণমূলে? 'মঞ্চ' বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ নিজেই! ছোট্ট জবাবেই লুকিয়ে অনেক উত্তর, বড় চমক অপেক্ষায়

Last Updated:
Dilip Ghosh: তাহলে কি আপনাকে তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে? জবাবে দিলীপ ঘোষ বলেন, ''নিশ্চয়ই একটা মঞ্চ নাকি অনেক মঞ্চই হবে। বিজেপিরও মঞ্চে থাকবে।''
1/7
শঙ্কর রাই, খড়গপুর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে, নিজের এলাকায় এবার তৃণমূলে যাওয়া নিয়ে স্পষ্টতই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
শঙ্কর রাই, খড়গপুর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে, নিজের এলাকায় এবার তৃণমূলে যাওয়া নিয়ে স্পষ্টতই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
advertisement
2/7
গত বৃহস্পতিবার সায়েন্স সিটিতে শমীক ভট্টাচার্যের রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ অনুষ্ঠান হয়। সেখানে দলের বড়, মাঝারি সব নেতা উপস্থিত থাকলেও ছিলেন না দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলাবাহুল্য, দিলীপ ঘোষকে আমন্ত্রণই জানানো হয়নি সেই অনুষ্ঠানে। এই পরিস্থিতিতে রবিবার ফের মুখ খুললেন স্বয়ং দিলীপ ঘোষ।
গত বৃহস্পতিবার সায়েন্স সিটিতে শমীক ভট্টাচার্যের রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ অনুষ্ঠান হয়। সেখানে দলের বড়, মাঝারি সব নেতা উপস্থিত থাকলেও ছিলেন না দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলাবাহুল্য, দিলীপ ঘোষকে আমন্ত্রণই জানানো হয়নি সেই অনুষ্ঠানে। এই পরিস্থিতিতে রবিবার ফের মুখ খুললেন স্বয়ং দিলীপ ঘোষ।
advertisement
3/7
তাহলে কি আপনাকে তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে? জবাবে দিলীপ ঘোষ বলেন, ''নিশ্চয়ই একটা মঞ্চ নাকি অনেক মঞ্চই হবে। বিজেপিরও মঞ্চে থাকবে।''
তাহলে কি আপনাকে তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে? জবাবে দিলীপ ঘোষ বলেন, ''নিশ্চয়ই একটা মঞ্চ নাকি অনেক মঞ্চই হবে। বিজেপিরও মঞ্চে থাকবে।''
advertisement
4/7
তাহলে কি বিজেপির মঞ্চে আপনাকে দেখা যাবে? কৌশলী দিলীপ ঘোষের ছোট্ট জবাব, 'দেখা যাক। অপেক্ষা করুন।' শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির উন্মোচনের পর একুশে জুলাই তৃণমূলের সভামঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে কিনা, সেই প্রশ্নের উত্তরে এমনই জবাব দিলেন দিলীপ ঘোষ।
তাহলে কি বিজেপির মঞ্চে আপনাকে দেখা যাবে? কৌশলী দিলীপ ঘোষের ছোট্ট জবাব, 'দেখা যাক। অপেক্ষা করুন।' শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির উন্মোচনের পর একুশে জুলাই তৃণমূলের সভামঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে কিনা, সেই প্রশ্নের উত্তরে এমনই জবাব দিলেন দিলীপ ঘোষ।
advertisement
5/7
দিলীপ ঘোষ এদিন সকালে সাফ বলেন, ''পার্টি কেন কোনও অনুষ্ঠানে রাখেনি আমাকে, সেটা পার্টি জানে। আমি প্রতিদিন মন্দিরে যাই। কালকেও রথ টেনে এসেছি। মন্দির নিয়ে দিলীপ ঘোষ রাজনীতি করে না।''
দিলীপ ঘোষ এদিন সকালে সাফ বলেন, ''পার্টি কেন কোনও অনুষ্ঠানে রাখেনি আমাকে, সেটা পার্টি জানে। আমি প্রতিদিন মন্দিরে যাই। কালকেও রথ টেনে এসেছি। মন্দির নিয়ে দিলীপ ঘোষ রাজনীতি করে না।''
advertisement
6/7
প্রসঙ্গত, দলীয় সাংগঠনিক কর্মসূচি থেকে আপাতত দূরেই আছেন দিলীপ ঘোষ। বিয়ের পরপর সস্ত্রীক দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন তিনি। এতে বিজেপির অভ্যন্তরে প্রবল ক্ষোভ ছড়ায়। দিলীপ ঘোষও ক্ষোভের প্রত্যুত্তর দেন। তারপর থেকে ক্রমে সাংগঠনিক কর্মসূচি থেকে দূরে আছেন তিনি। বাদ রইলেন নতুন রাজ্য সভাপতির স্বাগত অনুষ্ঠানেও। ফলে জল্পনা আরও তীব্রতর হয়েছে।
প্রসঙ্গত, দলীয় সাংগঠনিক কর্মসূচি থেকে আপাতত দূরেই আছেন দিলীপ ঘোষ। বিয়ের পরপর সস্ত্রীক দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন তিনি। এতে বিজেপির অভ্যন্তরে প্রবল ক্ষোভ ছড়ায়। দিলীপ ঘোষও ক্ষোভের প্রত্যুত্তর দেন। তারপর থেকে ক্রমে সাংগঠনিক কর্মসূচি থেকে দূরে আছেন তিনি। বাদ রইলেন নতুন রাজ্য সভাপতির স্বাগত অনুষ্ঠানেও। ফলে জল্পনা আরও তীব্রতর হয়েছে।
advertisement
7/7
যদিও তিনি তৃণমূলে যাবেন কিনা, সেই প্রশ্নের উত্তরে আগেই তিনি বলেছিলেন, 'আমার রাজনৈতিক ভবিষ্যত পার্টি ঠিক করবে। ভগবানের খাতায় লেখা আছে। আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল। আমি নিজে থেকে আসিনি। পার্টি চেয়েছে তাই আমি এসেছি। পার্টি আমাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। আমি নিজে থেকে কিছু চাইনি। পার্টি আমাকে গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে। আমি নিজে এগুলোর কোনওটাই চাইনি। পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তাহলে তাই করব। আমাকে ডাকলে আমি যাই। না ডাকলে যাই না।'
যদিও তিনি তৃণমূলে যাবেন কিনা, সেই প্রশ্নের উত্তরে আগেই তিনি বলেছিলেন, 'আমার রাজনৈতিক ভবিষ্যত পার্টি ঠিক করবে। ভগবানের খাতায় লেখা আছে। আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল। আমি নিজে থেকে আসিনি। পার্টি চেয়েছে তাই আমি এসেছি। পার্টি আমাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। আমি নিজে থেকে কিছু চাইনি। পার্টি আমাকে গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে। আমি নিজে এগুলোর কোনওটাই চাইনি। পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তাহলে তাই করব। আমাকে ডাকলে আমি যাই। না ডাকলে যাই না।'
advertisement
advertisement
advertisement