Dilip Ghosh: তাহলে ২১ জুলাইতেই তৃণমূলে? 'মঞ্চ' বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ নিজেই! ছোট্ট জবাবেই লুকিয়ে অনেক উত্তর, বড় চমক অপেক্ষায়
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh: তাহলে কি আপনাকে তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে? জবাবে দিলীপ ঘোষ বলেন, ''নিশ্চয়ই একটা মঞ্চ নাকি অনেক মঞ্চই হবে। বিজেপিরও মঞ্চে থাকবে।''
advertisement
গত বৃহস্পতিবার সায়েন্স সিটিতে শমীক ভট্টাচার্যের রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ অনুষ্ঠান হয়। সেখানে দলের বড়, মাঝারি সব নেতা উপস্থিত থাকলেও ছিলেন না দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলাবাহুল্য, দিলীপ ঘোষকে আমন্ত্রণই জানানো হয়নি সেই অনুষ্ঠানে। এই পরিস্থিতিতে রবিবার ফের মুখ খুললেন স্বয়ং দিলীপ ঘোষ।
advertisement
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, দলীয় সাংগঠনিক কর্মসূচি থেকে আপাতত দূরেই আছেন দিলীপ ঘোষ। বিয়ের পরপর সস্ত্রীক দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন তিনি। এতে বিজেপির অভ্যন্তরে প্রবল ক্ষোভ ছড়ায়। দিলীপ ঘোষও ক্ষোভের প্রত্যুত্তর দেন। তারপর থেকে ক্রমে সাংগঠনিক কর্মসূচি থেকে দূরে আছেন তিনি। বাদ রইলেন নতুন রাজ্য সভাপতির স্বাগত অনুষ্ঠানেও। ফলে জল্পনা আরও তীব্রতর হয়েছে।
advertisement
যদিও তিনি তৃণমূলে যাবেন কিনা, সেই প্রশ্নের উত্তরে আগেই তিনি বলেছিলেন, 'আমার রাজনৈতিক ভবিষ্যত পার্টি ঠিক করবে। ভগবানের খাতায় লেখা আছে। আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল। আমি নিজে থেকে আসিনি। পার্টি চেয়েছে তাই আমি এসেছি। পার্টি আমাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। আমি নিজে থেকে কিছু চাইনি। পার্টি আমাকে গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে। আমি নিজে এগুলোর কোনওটাই চাইনি। পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তাহলে তাই করব। আমাকে ডাকলে আমি যাই। না ডাকলে যাই না।'