Ajit Pawar's Son: ১৮০০ কোটির জমি বিক্রি ৩০০ কোটিতে! পুণেতে অবৈধ জমি কেনার অভিযোগে বিপাকে অজিত পাওয়ারের পুত্র
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Ajit Pawar's Son: জমি সংক্রান্ত চুক্তিকে কেন্দ্র করে বিপাকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের পুত্র পার্থ পাওয়ার।
পুণে: জমি সংক্রান্ত চুক্তিকে কেন্দ্র করে বিপাকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের পুত্র পার্থ পাওয়ার। অভিযোগ, পুণেতে প্রায় ১,৮০০ কোটি টাকা মূল্যের ৪০ একর জমি মাত্র ৩০০ কোটি টাকায় পার্থ পাওয়ারের কোম্পানিকে বিক্রি করা হয়েছে৷ এমনকী এই চুক্তির স্ট্যাম্প ডিউটি বাবদ মাত্র ৫০০ টাকা দেওয়ার অভিযোগ উঠেছে৷ রাজ্যের উপমুখ্যমন্ত্রী সন্তানের সরাসরি যোগ থাকায় এই ঘটনায় মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়৷
সূত্রের খবর অনুযায়ী, রাজনৈতিক উত্তাপ বাড়ার পর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এই ঘটমাক দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন৷ কয়েক ঘণ্টার মধ্যেই পুণের তহসিলদার সূর্যকান্ত ইয়ালেকে সাসপেন্ড করা হয়েছে৷ ঘটনায় উচ্চমানের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ৷ এই তদন্ত কমিটির শীর্ষে থেকে সভাপতিত্ব করবেন মুখ্য সচিব বিকাশ খাড়্গে৷
advertisement
advertisement
ঘটনার পারদ যে চড়তে পারে তার আভাস আগেই দিয়েছিলেন ফড়ণবীশ৷ তিনি জানিয়েছিলেন, ‘কোনও অনিয়ম পাওয়া গেলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে৷’ মুখ্যমন্ত্রীর তদন্ত নিয়ে ঘোষণার মাত্র ঘণ্টাদুয়েকের মধ্যেই তহসীলদারকে সাসপেন্ড করা হয় বলেই খবর৷
স্ট্যাম্পস এবং রেজিস্ট্রেশন বিভাগের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, জমি লেনদেনটি সম্পূর্ণ অবৈধ বলে মনে হচ্ছে। তদন্তে প্রকাশিত হয়েছে যে বিক্রয়টি মাত্র ৫০০ টাকার স্ট্যাম্প পেপারে সম্পন্ন হয়েছে, প্রকৃত সম্পত্তির মূল্যকে গুরুতরভাবে কমিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা জানাজানির পর পুণের ডেপুটি রেজিস্ট্রার, রবীন্দ্র তারুকেও সাসপেন্ড করা হয়েছে। অবৈধভাবে লেনদেনের নিবন্ধন করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে৷ অভিযোগ সরকারি পদ্ধতিগুলির লঙ্ঘন করে করা হয়েছে এই লেনদেন৷ মূল জমির মালিক এবং রাজ্য কোষাগারের উভয়ের ক্ষতি হয়েছে৷
advertisement
আরও পড়ুন: নয়ডায় নর্দমা থেকে উদ্ধার মহিলার মুণ্ডহীন, নগ্ন দেহ! হাতের তালু আড়াআড়ি কাটা, চাঞ্চল্যকর ঘটনা
সূত্রের খবর, জমিটি পুণের কোরেগাঁও পার্কে অবস্থিত – শহরের সবচেয়ে মূল্যবান এবং উচ্চ-প্রোফাইল এলাকাগুলির মধ্যে একটি। কর্মকর্তারা দাবি করেছেন যে লেনদেনটি একাধিক নিয়ম লঙ্ঘন করে, প্রয়োজনীয় সরকারি অনুমতি এবং মূল্যায়নগুলি এড়িয়ে সম্পন্ন করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানগুলি ইঙ্গিত দেয় যে চুক্তিটি কর এবং স্ট্যাম্প ডিউটি সুবিধার জন্য সম্পত্তির মূল্য কমিয়ে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2025 7:03 PM IST

