Pune Horror: পরকীয়া সম্পর্কে স্ত্রী, সন্দেহের বশে তিন বছরের ছেলের গলা কেটে খুন করলেন আইটি ইঞ্জিনিয়ার! এবার পুণেতে বিভীষিকা

Last Updated:

গত বৃহস্পতিবার ফের একবার স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু হয় মাধবের৷ এর পরই বাড়ি থেকে বেরিয়ে যান ওই যুবক৷

দাম্পত্য কলহের বলি শিশু৷  প্রতীকী ছবি
দাম্পত্য কলহের বলি শিশু৷ প্রতীকী ছবি
পুণে: স্ত্রীর উপরে সন্দেহ, আর তার বশেই নিজের তিন বছরের ছেলেকে খুন করলেন বাবা৷ শিউড়ে ওঠার মতো এমনই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে৷ ধৃত ওই যুবক পেশায় একজন আইটি ইঞ্জিনিয়ার৷ তিন বছরের ওই মৃত শিশুটির নাম হিম্মত মাধব টিকেটি৷ তার বাবা ৩৮ বছরের মাধব সাধুরাও টিকেটিকে গ্রেফতার করেছে পুলিশ৷
সম্পর্কের টানাপোড়েনের জেরে় কয়েকদিন আগেই উত্তর প্রদেশের মেরঠে এক মার্চেন্ট নেভির অফিসারের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে৷ ওই ঘটনায় মৃতের স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ৷ পুণের ঘটনাতেও স্বামী-স্ত্রীর সেই সম্পর্কের টানাপোড়েনেরই বলি হল তিন বছরের ফুটফুটে শিশু৷
advertisement
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পুণের চন্দননগরের রতন প্রেস্টিজ এলাকার বাসিন্দা ওই আইটি কর্মী কয়েকমাস ধরে কর্মহীন হয়ে পড়েছিলেন৷ ফলে কিছু অবসাদগ্রস্ত ছিলেন তিনি৷ তার উপরে স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে বলেও সন্দেহ করতে শুরু করেন ওই যুবক৷ এই নিয়ে দু জনের মধ্যে অশান্তিও চলছিল৷
গত বৃহস্পতিবার ফের একবার স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু হয় মাধবের৷ এর পরই বাড়ি থেকে বেরিয়ে যান ওই যুবক৷ দীর্ঘক্ষণ তিনি ফিরে না আসায় পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী৷ তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ৷ তখনই ধরা পড়ে, নিজের সঙ্গে তিন বছরের ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হন ওই আইটি কর্মী৷ কিন্তু কিছুক্ষণ পরের সিসিটিভি ফুটেজে ওই যুবককে একা দেখা যায়৷ এতেই সন্দেহ হয় পুলিশের৷
advertisement
তল্লাশি চালিয়ে মত্ত অবস্থায় ওই আইটি কর্মীকে একটি হোটেল থেকে উদ্ধার করে পুলিশ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করেই জানা যায়, নিজের ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে একটি দোকান থেকে ছুরি এবং ব্লেড কেনেন মাধব৷ এর পর তিন বছরের ছেলেকে নিয়ে একটি নির্জন জায়গায় গিয়ে শিশুটির গলা কেটে হত্যা করেন তিনি৷ এর পর ছেলের মৃতদেহ একটি ঝোপে ফেলে দেয় ওই যুবক৷ অভিযুক্তকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pune Horror: পরকীয়া সম্পর্কে স্ত্রী, সন্দেহের বশে তিন বছরের ছেলের গলা কেটে খুন করলেন আইটি ইঞ্জিনিয়ার! এবার পুণেতে বিভীষিকা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement