Meerut Saurabh Rajput Murder Case Update: চরম শাস্তি চাইছে দেশ, মেরঠ কাণ্ডে ধৃত মুসকান-সাহিলের জন্য কেন তোয়ালে নিয়ে এল় পুলিশ?

Last Updated:

মুসকান এবং তার প্রেমিককে আদালতে পেশ করার সময় তাদের মাথা দুটি তোয়ালে দিয়ে ঢেকে দিয়েছিল পুলিশ৷ সাহিলের মাথায় ছিল গোলাপি রংয়ের তোয়ালে, মুসকানের মাথায় হলুদ রংয়ের৷

মেরঠের আদালতে বাঁদিক থেকে সাহিল (মাথায় গোলাপি তোয়ালে) ও মুসকান (হলুদ তো়য়ালে)৷
মেরঠের আদালতে বাঁদিক থেকে সাহিল (মাথায় গোলাপি তোয়ালে) ও মুসকান (হলুদ তো়য়ালে)৷
মেরঠ: মেরঠের বাসিন্দা ২৯ বছরের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা এখন গোটা দেশই জেনে গিয়েছে৷ সৌরভকে খুনের অভিযোগে তাঁর স্ত্রী মুসকান রাস্তোগি এবং স্ত্রীর প্রেমিক সাহিল শুক্লাকে গ্রেফতারও করেছে পুলিশ৷ ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷
যদিও মুসকান এবং তার প্রেমিককে আদালতে পেশ করার সময় তাদের মাথা দুটি তোয়ালে দিয়ে ঢেকে দিয়েছিল পুলিশ৷ সাহিলের মাথায় ছিল গোলাপি রংয়ের তোয়ালে, মুসকানের মাথায় হলুদ রংয়ের৷ কিন্তু কেন হঠাৎ দুই অভিযুক্তের জন্য এরকম তোয়ালের ব্যবস্থা করল মেরঠ পুলিশ?
advertisement
advertisement
গ্রেফতারির পর গত বুধবার মুসকান এবং সাহিলকে মেরঠের মুখ্য প্রধান বিচারবিভাগীয় বিচারকের আদালতে পেশ করে পুলিশ৷ কিন্তু আদালত চত্বরে পৌঁছতেই একদল ক্ষুব্ধ আইনজীবী দুই অভিযুক্তের উপরে চড়াও হয়৷ মারধর করে সাহিলের পোশাক ছিঁড়ে দেওয়া হয়৷ হেনস্থা রোষের হাত থেকে বাঁচেনি মুসকানও৷ কোনওক্রমে তাদের আড়াল করে নিয়ে যায় পুলিশ৷
কিন্তু এই ঘটনার পর সতর্ক হয়েই মুসকান ও সাহিলের জন্য তোয়ালের ব্যবস্থা করে পুলিশ৷ যাতে আদালতে ঢোকা বেরনোর সময় তোয়ালে দিয়ে মুখ আড়াল করে দু জনকে নিয়ে যাওয়া যায়৷ যাতে সহজেই চিনতে পেরে গিয়ে কেউ দু দনের উপরে হামমলা না চালায়৷
advertisement
২০১৬ সালে প্রেম করেই মুসকানকে বিয়ে করেন সৌরভ৷ তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে৷ কিন্তু বিয়ের কিছু দিন পর থেকেই সৌরভের বন্ধু সাহিলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে মুসকান৷ মাদকাসক্ত হয়ে পড়ে দু জনে৷ গত ২৪ ফেব্রুয়ারি সৌরভ লন্ডন থেকে ফেরার পরই তাঁকে খুনের ছক কষে দু জনে৷ সেই মতো গত ৪ মার্চ সৌরভকে খুন করে তাঁর দেহ পনেরো টুকরো করে মুসকান এবং সাহিল৷ এর পর সেই দেহাংশ একটি ড্রামে ভরে তার মুখ সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয়৷ শেষ পর্যন্ত কয়েকদিন আগে উদ্ধার হয় সৌরভের দেহাংশ সৌরভের স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Meerut Saurabh Rajput Murder Case Update: চরম শাস্তি চাইছে দেশ, মেরঠ কাণ্ডে ধৃত মুসকান-সাহিলের জন্য কেন তোয়ালে নিয়ে এল় পুলিশ?
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement